চিন্তন নিউজঃ- জয়দেব ঘোষঃ-আজ হুগলী জেলা বামপন্থী ও সহযোগী দলসমূহের ডাকে বর্তমান পরিস্থিতি নিয়ে শ্রীরামপুরে মহামিছিল…….
হুগলির তারকেশ্বরের মোহনবাটী গ্রামে গ্রাম কৃষক সভার ( AIKS) সম্মেলন চলছে আজ ২৯/ ০৫/২২ তারিখে ।
শ্রীরামপুর কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ, CPI(M) হুগলী জেলা কমিটির প্রাক্তন সদস্য, শ্রীরামপুর পূর্বতন জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক ও বর্তমানে শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটির আমন্ত্রিত সদস্য কমরেড প্রবীর দাস শারীরিক অসুস্থতার কারনে আজ দুপুর ১.৩০টায় প্রয়াত হয়েছেন।
দীপন মুখার্জিঃ-হুগলি জেলার ১৫ টি বামপন্থি ও সহযোগি দলের ডাকে আজকের প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা।মিছিল হয় পিপুলপাতি থেকে ঘড়িরমোড় অবধি শেষে এক টি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।