জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ-জয়দেব ঘোষঃ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলা কমিটির চন্দননগর চক্রের উদ্যোগে শিক্ষকদের বিভিন্ন সমস্যা, শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সমস্যা, মিড ডে মিল সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আজ অবর বিদ্যালয় পরিদর্শক, চন্দননগরের নিকট ডেপুটেশন সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কমল মল্লিক, চক্র সম্পাদক তথা জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য গোপাল দাস, মনসুর আলী,শম্পা নন্দী,মৃদুল দে,তাপস সরকার সহ চক্র নেতৃবৃন্দ।

২০১৩ সালে ৫ই জুলাই পঞ্চায়েত নির্বাচনে খুনি তৃণমূলের হাতে খুন হয়েছিল কমরেড মহঃএখলাক, শহীদ কমরেড এখলাকের স্মরণে আজ পান্ডুয়া এরিয়া কমিটির উদ্যোগে মটুকপুর মোড়ে স্মরণ সভা আয়োজিত হয় –

সুব্রত দাশগুপ্তঃ-সিপিআই(এম) ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি এরিয়া কমিটির অন্যতম সদস্য সদা হাস্য মানুষটি কমরেড পরি দা (পরিতোষ দাস) প্রয়াত হয়েছেন। তিনি হুগলি জেলা নির্মাণ কর্মী ইউনিয়ন এর জেলা নেতা ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।