জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৯ মে, ২০২২ – ২৯ মে : গত ২৮ মে দুপুর ২টো০৫ মিনিটে প্রয়াত হলেন সাতগাছি অঞ্চলের অন্যতম কমিউনিস্ট নেতা সুশীল পাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। সপ্তাহ খানেক আগে সেরিব্রালে আক্রান্ত হলে কালনা হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ মে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সুশীল পাল ৭০ এর দশকে আধা ফ্যাসিস্ট আক্রমণ উপেক্ষা করে পার্টির কাজ করে গেছেন দুঃসাহসিক ভাবে। তখন কালনা শহরের কমরেডদের আশ্রয় স্থল ছিল কমরেড সুশীল পালের বাড়ি। প্রকারান্তে তার বাড়ি হয়ে উঠেছিল পার্টির গোপন কার্যালয়। সেই সময়ে কংগ্রেসী গুন্ডাদের ভয় উপেক্ষা করে তার সহধর্মীনী কমরেডদের আশ্রয় দিয়েছেন। তার গোটা পরিবার আজও পার্টিঅন্তপ্রাণ। ৭৮ এর প্রথম পঞ্চায়েত নির্বাচনে জিতে তিনি প্রথম সাতগাছি গ্রাম পঞ্চায়েত এর প্রধান নির্বাচিত হন। পরপর দুবার তিনি এই দায়িত্ব পালন করেন।
২০১১ সালের পর যখন সাতগেছিয়ায় তৃণমূলী সন্ত্রাসের সময় তিনি নির্ভীকতার সাথে পার্টি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে গেছেন। কর্মী সমর্থকদের মনে সাহস যুগিয়েছেন সুশীল পাল। তার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন পার্টি কর্মী সমর্থকগণ।
সুশীল পালের মরদেহে পার্টির রক্ত পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়, মাল্যদান করেন সুকুমার ঘোষ, গৌতম হালদার কমরেড হলদার প্রমুখ। মৃত্যুকালে রেখে গেলেন একমাত্র পুত্র, দুই কন্যা জামাতা ও নাতি নাতনিকে। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল সাতগাছি পার্টির।

২৯ মে — পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের ২ য় জেলা সম্মেলন পূর্ব বর্ধমান জেলা সিআইটিইউ অফিসে অনুষ্ঠিত হলো। উদ্বোধন করেন রাজ্য সভাপতি সুনীল নাটি। সম্মেলন থেকে ৩২ জনের কমিটি তৈরী হয়। সভানেত্রী মাধবী অধিকারী, সম্পাদক সনৎ ব্যানার্জী ও হিসাব রক্ষক অসিত চক্রবর্তী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।