জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:১৫/০৩/২০২৪:- ভাস্কর রায়ঃ-কামারপুকুরে গত১২।৩।২৪ তারিখে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে কামারপুকুর লাহা বাজারে ১৫ দিনের মেলা শুরু হয়েছে।সেই উপলক্ষে সিপিআই(এম ) দু নম্বর এরিয়া কমিটির উদ্যোগে ,কামারপুকুর অঞ্চলের তিনটি শাখার ব্যবস্থাপনায় ,”প্রগতিশীল পত্র পত্রিকা এবং মার্কসীয় সাহিত্য ও দর্শনশাস্ত্র সহ বর্তমান সময়োপযোগী নানান পত্র পত্রিকার বুক স্টল শুরু হল আজ ১৫। ৩ ।২৪ তারিখ থেকে ।বুকস্টলে উপস্থিত ছিলেন দেবু চ্যাটার্জি, অরুণ পাত্র ,অভয় ঘোষ ,ভাস্কর রায় , তিলক ঘোষ, শ্রীকান্ত চক্রবর্তী, সহদেব সামুই ,শিবনাথ ব্যানার্জি ,নারায়ণচন্দ্র ধাড়া,বিশ্বজিৎ মন্ডল ,সমীরন রায়, পল্টু ঘটক ও আরো অনেকে।বুক স্টল কয়েকদিন চলবে।

অর্পিতা ব্যানার্জীঃ-কানাইপুর গ্রামে দেয়াল লেখার কাজ শুরু হয়ে গেছে গতকাল থেকেই।

দেবারতি বাসুলীঃ-দাদপুর এরিয়া কমিটি এলাকায় গোস্বামী মালিপাড়া পঞ্চায়েতে গঞ্জ এলাকায় দেওয়াল লিখন চলছে।

১৪ই মার্চ রাত থেকে পান্ডুয়ায় লোকসভা নির্বাচনের দেওয়াল লেখা চলছে।আজ সকাল থেকে পাণ্ডুয়ার বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন চলছে।

হুগলী এরিয়া কমিটি তে দেওয়াল লিখন চলছে।

মগরায় দেয়াল লেখা কমরেড মনোদীপ ঘোষের সর্মথনে।

পোলবার সুগন্ধাতে দেওয়াল লিখন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।