জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:- জয়দেব ঘোষঃ- ভারতের কামিউনিস্ট পাটি (মার্কসবাদী) মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটির দিগসুই ৭ নং শাখার পাটি সদস্য কম : কার্তিক দাস আজ ইং ১১,২,২০২৪ রাত্রি ৭-৩০ মিঃ নাগাদ দিগসুই হোয়েড়া গ্রাম পঞ্চায়েতের বাগরী গ্রামের নিজ ভবনে হৃদ রোগে আক্রান্ত মাত্র ৬২ বছর বয়সে প্রয়াত হন, তিনি রেখে গেলেন স্ত্রী দুই পুত্র এক কন্যা কে, ক্ষেতমজুর ও কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে ২০১৯ সালে পাটি সদস্য পদ লাভ করেন, তার মৃত্যুর খবর পেয়ে পাটি নেতা শাখা সম্পাদক কমরেড ওসমান আলি সহ ৭নং শাখার পাটি সদস্যরা উপস্থিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

সুব্রত দাশগুপ্তঃ-আজ ( ১১.২.২০২৪ ) ডানলপ সি আই টি ইউ- র উদ্যোগে ডানলপ স্টাফ কোয়ার্টার এলাকায় পার্টি নেতৃত্বের উপস্থিতিতে জনসংযোগ ও গণ অর্থ সংগ্রহ কর্মসূচি পালিত হলো। সৈকত শোঁ, সুব্রত দাশগুপ্ত , জগবন্ধু সাহা সহ ১০ জন কমরেড উপস্থিত ছিলেন।

সুজাতা বিশ্বাসঃ-বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রয়াত সত্য প্রিয় রায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার । বিশেষ অতিথির আসন অলংকৃত করেন অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায় ও হুগলি জেলার পক্ষে বক্তব্য রাখেন সৌরদীপ্ত বিশ্বাস।

দেবারতি বাসুলীঃ-কম: নিরাপদ সর্দার কে গ্ৰেপ্তার এর প্রতিবাদে মশাট বাজারে মিছিল।

সন্দেশখালিতে মহিলাদের নির্যাতনের প্রতিবাদে ও মিথ্যা মামলায় গ্রেফতার কমরেড নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে রিষড়া থানার অভিমুখে মশাল মিছিল ।

সিঙ্গুর ২ দক্ষিণ শাখার ২ নং রতনপুর শিবতলায় জনসংযোগ ও গণসংগ্রহ কর্মসূচী সিঙ্গুর উত্তর এরিয়া কমিটি।

সিঙ্গুর দক্ষিণ এরিয়া কমিটির বারুইপাড়া ১ নং শাখার পূর্বপাড়ায় জনসংযোগ।

বেড়াবেড়ী শাখার উদ্যোগে ৫ নং বুথে জনসংযোগ ও গণসংগ্রহ সিঙ্গুর উত্তর এরিয়া কমিটি।

বৈঁচিপোতা ‌শাখার ৬২নং ‌বুথে জনসংযোগ ও গণসংগ্রহ সিঙ্গুর উত্তর এরিয়া কমিটি।

ছিনামোড় অঞ্চল এর চিনিসপুর (৭৭ নং) গন অর্থসংগ্রহ ও জনসংযোগ
সিঙ্গুর উত্তর এরিয়া কমিটি।

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে ডিওয়াইএফ‌আই সিঙ্গুর উত্তর ও দক্ষিণ লোকাল কমিটির ডাকে সিঙ্গুর থানা ঘেরাও কর্মসূচি।

সিঙ্গুর ২ উত্তর শাখার ১১৪ নং কিসমত নূতনবাজারে জনসংযোগ ও গণসংগ্রহ কর্মসূচী সিঙ্গুর উত্তর এরিয়া কমিটি।

পুরশুড়া উত্তর এরিয়া কমিটির সোয়ালুক শাখার সোয়ালুক মোল্লাপাড়া।আছেন স্নেহাশীষ রায় সন্দীপ সামন্ত ফটিক বাগ বিকাশ চক্রবর্তী প্রবীর চক্রবর্তী পরিমল ঘোষ সমীর পোড়েল জয়ন্ত পোড়েল।গন অর্থ সংগ্রহ চলছে ,জেলা নেতৃবৃন্দের সঙ্গে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।