জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:- সুজাতা বিশ্বাসঃ-AIITEU কানাইলাল ব্রিগেড আজকে চুঁচুড়া এবং চন্দননগরের বিভিন্ন স্থানে পোস্টারিং কর্মসূচি করেছে।

অর্পিতা ব্যানার্জীঃ-বালি থেকে শ্রীরামপুর স্টেশনে IT Employee দের ইউনিয়ন এর পোস্টারিং — রাজ্যব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা IT ও ITeS কর্মচারীদের সংগঠিত করতে All India IT & ITeS Employees ইউনিয়ন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্তর্গত Unit – 1 এর উদ্যোগে আজ রাজ্যের বেশ কয়টি জায়গায় পোস্টারিং l

বাদশা দাসঃ-স্বপ্ন’দের স্বপ্ন’কে বাঁচিয়ে রাখার মিছিল এস এফ আই এর – ঘুরে দাঁড়ানোর মিছিল– যদি হয় স্বপ্ন ভরা চোখ
তবে ঘুরে দাঁড়ানোটা হোক
যদি হয় ভাবনাগুলো মিল
শুরু হোক মিছিলে মিছিল….
ঘুরে দাঁড়ানোর মিছিল।
স্বপ্ন হত্যার বিচারের মিছিল।


সোমনাথ ঘোষঃ-হুগলী জেলা কৃষক সমিতির উদ্যোগে নির্বাচনত্তোর পরিস্থিতি কৃষক সভার কর্মীদের দায়িত্ব বিষয়ে সাধারণ সভায় বক্তব্য রাখেন প্রাদেশিক কৃষক সভার সম্পাদক কমরেড অমল হালদার । সভায় সাংগঠনিক বিষয়ে রিপোর্ট পেশ করেন জেলা কৃষক সভার সম্পাদক কমরেড স্নেহাশিস রায় ।
১৮ টা ব্লক কমিটি আলোচনায় অংশ নেন।
সভাপতিত্ব করেন জেলা কৃষক সভার সভাপতি কমরেড ভক্তরাম পান । সোমনাথ ঘোষ আরও জানান যে হুগলী জেলা কৃষক সভার উদ্যোগে তারকেশ্বরে জয়ী প্রার্থীদের সংবর্ধনা দেন কমরেড অমল হালদার, ভক্তরাম পান, স্নেহাশীষ রায়, দেববকুমার চ্যাটার্জি সহ অন্যান্য কৃষক নেতৃত্ব ।

পার্থ চ্যাটার্জীঃ- চন্দননগর ১নং ওয়ার্ডে অবস্থিত ৬৬ নং আই সি ডি এস সেন্টারের পরিচালক ওখানের খুদে বাচ্চাদের উৎকর্ষতা বৃদ্ধির জন্য সদা সচেষ্ট থাকেন। মাঝে মাঝে মা ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন আলোচনার ব্যাবস্থা করেন। নাচ গান ছড়ার মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনের সু অভ্যাস গড়ে তোলার জন্য সব সময় সচেষ্ট।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।