জেলা

বিনামূল্যে সার্বজনীন ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ


ডালিয়া চ্যাটার্জি, চিন্তন নিউজ, ৩আগষ্ট: আজ সিপিআইএম সোনারপুর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত ৫নং ওয়ার্ডের নরেন্দ্রপুর স্টেশন সংলগ্ন শ্রীখণ্ডা গ্রামের স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিনামূল্যে সার্বজনীন টিকাকরণের দাবীতে ও ভ্যাকসিন কান্ডে দলতন্ত্র ও দুর্নীতির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচী হয়।

সকাল ৯টায় এই কর্মসূচী শুরু হয়। দুপুর ১২:৩০টা পর্যন্ত এই কর্মসূচী চলে। এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কম: বিশ্বজিত মন্ডল। এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সোনারপুর উওর এরিয়া কমিটির সম্পাদক কম: অপূর্ব কুমার মন্ডল সিআইটিইউ জেলা নেতৃত্ব কম: শ্যামাপ্রসাদ রায়, মহিলা সমিতির আঞ্চলিক সম্পাদিকা কম রূঞ্জূ চক্রবর্তী, গন আন্দোলনের নেতা কম: তপন কুমার নস্কর, যুব আন্দোলনের  আঞ্চলিক নেতৃত্ব কম: শুভঙ্কর পাল ও এরিয়া কমিটির সদস্য কম বিকাশ দে। এই কর্মসূচী এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্বাস্থ্য কেন্দ্র থেকে অনেক মানুষ বিক্ষোভ সমাবেশে টিকা না পাওয়ার অভিযোগ জানিয়ে যায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।