জেলা

হুগলি জেলার খবর


চিন্তন নিউজ:- ২২ শে ফেব্রুয়ারি:- আজ বলাগড় বিধানসভা নির্বাচনী কমিটির ডাকে কর্মীসভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, এ ছাড়াও বক্তব্য রাখেন রামকৃষ্ণ রায়চৌধুরী , বিকাশ হেমব্রম। উপস্থিত ছিলেন সৈকত সো , অনির্বাণ সরকার ,অরূপ দাস ,অতনু ঘোষ। সভার সভাপতি ছিলেন মহামায়া মণ্ডল ।মকৃষ্ণ রায়চৌধুরী ,বিকাশ হেমব্রম ।উপস্থিত ছিলেন সৈকত সো ,অনির্বাণ সরকার ,অরূপ দাস ,অতনু ঘোষ ।সভার সভাপতি ছিলেন কমরেড মহামায়া মণ্ডল ।

এদিকে আবার ব্রিগেড সমাবেশের সমর্থনে কোন্নগর থেকে উওরপাড়া মহামিছিল।।

আজ শ্রীরামপুর ব্রিগেড সমর্থনে আজ শ্রীরামপুর সমাবেশ অনুষ্ঠিত হলো । উপস্থিত ছিলেন শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক সুমঙ্গল সিং এবং হুগলী জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুমঙ্গল সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভারতের ছাত্র ফেডারেশনের শ্রীরামপুর পূর্ব আঞ্চলিক কমিটির উদ‍্যোগে আজ মাহেশ হাই স্কুলের সামনে সদস্য সংগ্রহ প্রক্রিয়া চলছে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।