চিন্তন নিউজ:৬ই ফেব্রুয়ারি:- বারুইপুর থেকে সুচরিতা বোস জানাচ্ছেন, বারুইপুর পৌরসভা অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে চলছে বামপন্থী প্রার্থী দের প্রচার কোথাও দেয়াল লিখন , কোথাও প্রার্থীরা মানুষের বাড়ি -বাড়ি প্রচার. মানুষের সারাও ভালোই, মানুষ সিপিআই(এম) প্রার্থীদের দেখেই তাঁদের ক্ষোভ উগরে দিচ্ছেন, কিন্তু সাথে সাথে তারা এই আশঙ্কাটাও করছেন যে তারা কি শান্তিপূর্ণ ভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন?. যদি পারেন তাহলে হয়তো অনেক হিসাবই উল্টে যেতে পারে বারুইপুরে!
অপর দিকে আমাদের মহেশ তালার সংবাদ দাতা জানাচ্ছেন যে সেইখানেও সিপিআই(এম) প্রার্থীরা আজকে রবিবারটা কোথাও চললো দেওয়াল লিখন , কোথাও বাড়ি -প্রচার। আক্রা, মহেশতলা , বাটা প্রভীতি অঞ্চলের রাস্তাগুলো দীর্যদিন ধরে জান চলাচল কেন?. মানুষের হাঁটার ও উপযুক্ত নয় দীর্ঘ দিন ধরে. অনেক বলা হয়েছে রাস্তা সারাই করার জন্য কিন্তু কিছুই হয় নি. বিগত বোর্ড ছিলো উদাসীন, তাঁর উপর সামান্য বৃষ্টিতেই রাস্তার জল বাড়িতে আসে, তৈরি হয় চরম অস্বাস্থ্যকর অবস্থা!
আমাদের আর এক সংবাদ দাতা সোনার পুর রাজপুর থেকে জানাচ্ছেন আজ ওই পৌরসভা র কিছু ওয়ার্ডে দেওয়াল লিখন সারা দিন ধরে লেখা হয় আবার কিছু অঞ্চলে প্রার্থীর বাড়ি -বাড়ি জনসংযোগ , যেমন ৩৪নং ওয়ার্ডে সিপিআই(এম) প্রার্থী শম্পা ঘোষ ,৩০নং সুবাস নন্দী,৩১নং গৌতম দত্ত,
আবার প্রার্থী ও বাম কর্মী, সমর্থকদের নিয়ে সভা করা হয় , এই সভায় বক্তব্য রাখেন, কমল গাঙ্গুলি ও জেলার সম্পাদক সমীক লাহিড়ী!