চিন্তন নিউজ:২৯/০৬/২০২৩:- স্বপ্না দাস:- আজ কোন্নগর – কানাইপুরে পঞ্চায়েত নির্বাচনের প্রচার এ সারা ভারত মহিলা সমিতির রাজ্য কমিটির সভানেত্রী কমরেড কনীনিকা ঘোষ বোস উপস্থিত ছিলেন কমরেড স্বপ্না দাস এর সমর্থনে প্রচারের জন্য । প্রসঙ্গত কমরেড স্বপ্না দাস ” বামপন্থী বন্ধুরা গ্রুপের হুগলি জেলা লোকসভা কেন্দ্র এর গুরুত্ব পূর্ণ সদস্য।
মানস ভঞ্জ:- গোঘাট দুই নম্বর এরিয়া কমিটির অধীনে কামারপুকুর জি পি তে সাতবেরিয়া গ্রামে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চলছে। গোঘাট গ্রাম পঞ্চায়েতের গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির ছ নম্বর সিটের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী প্রার্থী ময়না লোহার ভাবাদিঘি গ্রামে বাড়িতে বাড়িতে ঘুরছেন।
জয়দেব ঘোষ:- আসন্ন পঞ্চায়েত নির্বাচন কানাইপুর- নবগ্রামে পঞ্চায়েতে বামফ্রন্ট মনোনীত সিপিআই (এম) প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন এই আবেদন নিয়ে প্রচার চলছে।
দেবারতি বাসুলী:- আজ 29/6/23 বৃহস্পতিবার বিকালে নতিবপুর 1গ্ৰাম পঞ্চায়েতের মান্দারচক গ্ৰামে বাড়ি বাড়ি প্রচার
ভয় পাবো?
কী কাজ করেছে এখনকার পঞ্চায়েত?
কোথাও কোনও ভয়ডর পাই না
কম অত্যাচার সহ্য করিনি
এক ইঞ্চিও মাথা নত করবো না
লড়াই হবে, চোখে চোখ রেখে
কেস্তে’তেই ভোট দেবো সব্বাই
এই মেজাজ নিয়েই গ্রাম ঘুরে দাঁড়াচ্ছে
লড়াইয়ের জেদ নিয়েই চললো প্রচার
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থীদের সমর্থনে চলছে বাড়ি বাড়ি প্রচার
হরিপাল ব্লকের অলিপুর-কাশিপুর গ্রাম পঞ্চায়েতের, অলিপুর উত্তর
তৃণমূল -বিজেপি দূর করো
লুঠতরাজ বন্ধ করো
মানুষের পঞ্চায়েত গড়ে তোলো
বিভাস রুইদাস:- জাঙ্গীপাড়ার প্রতিটি অঞ্চলে প্রচার চলছে জোরকদমে।
রতন মন্ডল :- কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৬৪ নম্বর বুথে সিপিআইএম প্রার্থী কমরেড পলাশী হালদারের ব্যানার ও ঝান্ডা ছিঁড়ে ফেলা হলো। লাল ঝান্ডাকে এত ভয় কিসের ??
সুব্রত দাস গুপ্ত:- চন্দ্রহাটি ২ নম্বর পঞ্চায়েতে ২৪০ নম্বর বুথে সিপিআইএম প্রার্থীর ধারাবাহিক প্রচার চলছে।