জেলা রাজ্য

জন্মদিনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, আমফানবিধ্বস্ত শিশুদের কাছে প্রয়োজনীয় সামগ্ৰী পৌঁছে দেওয়ার দাবী মেয়ের


জয়শ্রী দেবনন্দী: চিন্তন নিউজ:১লা জুলাই:- পরিবার পরিজনদের শিক্ষা, কালচার প্রভাবিত করে প্রকৃত অর্থে একজন মানুষ হিসেবে নিজেকে পরিচিত করতে। সি পি আই(এম) এন্টালি ২ এরিয়া কমিটির অত্যন্ত পরিচিত স্বপন দেবনাথের ভাইঝি সুস্মিতা ও শুভমিতার জন্মদিনে তাদের আবদার কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, আমফানবিধ্বস্ত সুন্দরবনের শিশুদের কাছে প্রয়োজনীয় সামগ্ৰী পৌঁছে দেওয়ার দাবী!!

কমরেড সূর্যকান্ত মিশ্র ও কমরেড মহম্মদ সেলিমের হাতে সুস্মিতা তুলে দিল ত্রাণসামগ্রী। আচার্য্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান প্রযুক্তি মেলা কমিটির কর্মীরা কাকদ্বীপে পৌঁছে দেবেন ঐ ভালোবাসার দান।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।