জেলা

হুগলি বার্তা:-


চিন্তন নিউজ:২৮/০৬/২০২৩:- জগন্নাথ ঘোষ:-দিগসুই ২৫৮ নং বুথে গ্রাঃ পঞ্চায়েত ও পঃ সমিতিতে বামফ্রণ্টে ফর‌ওয়ার্ড ব্লক প্রার্থী যথাক্রমে শংকর দাস ও রুপালী হেমব্রম ( স্নাতক ৩য় বর্ষের ছাত্রী) ও জেলা পরিষদে সি পি. আই. ( এম) অপর্ণা তালুকদারের সমর্থনে বাড়ী বাড়ী প্রচারে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ৩৫ জন কর্মীর অংশগ্রহণ। দেওয়াল লিখন পর্ব শেষ করে গত ৫ দিনে ধারাবাহিক প্রচার কাজে ৫০ জনের বেশী কর্মী সমর্থক সহ নিবিঢ় ভাবে কাজ চলছে ।

শঙ্খশুভ্র চক্রবর্তী:-প্রচার চলছে।
৫৭,৫৮ নং বুথ। মগরা ২নং গ্ৰাম পঞ্চায়েত।

দেবারতি বাসুলী:- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বলাগড় জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক এবং হুগলী জেলা কমিটির প্রাক্তন সদস্য কমরেড গদাই হালদার আজ ২৬/০৬/২০২৩, সন্ধ্যা ৬-২৫মিনিটে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন।

টিম মানকুণ্ডু এরিয়া কমিটি۔۔۔চলছে দেওয়াল লিখন ۔۔۔

রুদ্র চক্রবর্তী:-চন্দ্রহাটি ১ এবং চন্দ্রহাটি ২ এর বুথগুলিতে বাম গণতান্ত্রিক প্রার্থীদের নিয়ে সকাল বিকেল প্রচার…
“এবার পঞ্চায়েতে লাল” এই কথা বাস্তব রূপদানের দিকে এগিয়ে চলেছে
ডানলপবাঁশবেড়িয়াচন্দ্রহাটিএরিয়াকমিটি

সঞ্জিত ঘোষ:- মগরা ১ নং গ্রাম পঞ্চায়েতের ২৭২ বুথে বামফ্রন্টের সিপিআই(এম) প্রার্থী কমরেড জামিলা বিবির সমর্থনে বাড়ি বাড়ি নিবিঢ় জনসংযোগ কর্মসুচি চলছে।

জয়দেব ঘোষ:-সন্ত্রাস কবলিত ধনিয়াখালির মাদরা পঞ্চায়েতের প্রচার চলছে


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।