চিন্তন নিউজ ২৮/৬/২৩:-সুশান্ত ঘোষের প্রতিবেদন — সোনারপুর পঞ্চায়েত সমিতির অধীন কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের রাধা নগর, কালিকাপুর, কেলেগোড় চাঁদপুর ডিহি, দাঁড়িগাছি জগদীশপুরে প্রচারে জেলা পরিষদ প্রার্থী সোমা পাঁজার সাথে অঞ্চলের তিনটি সমিতি ও গ্রাম সভার প্রার্থী দের নিয়ে প্রচার করতে দেখা যায়। এই প্রচারে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য আমল বৈদিক, দীপঙ্কর শীল, এরিয়া কমিটির সম্পাদক উদয়ন সরকার সহ এলাকার বাম কর্মী এবং সমর্থকদের। প্রার্থীদের নিয়ে মিছিলে এলাকার মানুষের ও অংশগ্রহণ করতে দেখা যায়। এই মিছিলের সাথে সাথে কিছু কিছু অঞ্চলে সংক্ষিপ্ত পথসভাও করা হয় । এখানে নেতৃত্বকে বক্তব্য রাখতে দেখা যায়।
অভিজিত ব্যানার্জীর প্রতিবেদন :
গতকাল সন্ধ্যায় বারুইপুর পশ্চিম এরিয়া কমিটির ডাকে সূর্যপুর হাটে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। বৃষ্টিকে উপেক্ষা করেই সাধারণ মানুষের উপস্থিতিতে এই পথসভা কার্যত পরিণত হয় জনসভায়। এই সভায় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ সুজন চক্রবর্তী, ছিলেন কান্তি গাঙ্গুলি এছাড়াও ছিলেন আইন জীবী সায়ন ব্যানার্জী, এবং এরিয়া কমিটির সম্পাদক তুষার বোস।
বাম পথে গ্রাম!!!
ভয়, সন্ত্রাস ছিলো, কিছুদিন আগেও ছিলো নিয়মিত এমনই একটা অঞ্চল রসপুঞ্জ। যেখানে অলিখিত নিয়ম ছিলো একটাই দল থাকবে তা হলো তৃণমূল। কিন্তু সিপিআইএম নেতৃত্ব মানুষের পাশে দীর্ঘদিন ধরেই এর বিরুদ্ধে লড়াই করে আসছিলো। এখন সিপিআইএম কে পেয়ে মানুষ তাঁদের ভয় ভেঙে বেরিয়ে আসছে। চলছে দেয়াল লিখন , প্রার্থী কে নিয়ে বাড়ী বাড়ী প্রচার। জেলা পরিষদের ৭৪নং আসনে প্রার্থী স্বপন মন্ডল সমিতির প্রার্থী শিলা সাপুই এবং গ্রাম সভার অন্যান্য প্রার্থীদের নিয়ে জেলার নেতা প্রভাত চৌধুরীর উপস্থিতিতে, নির্বাচনী প্রচার চালানো হয়।
অপর দিকে বজ বজ -২নং ব্লকের ৭১নং এবং বিষ্ণুপুর -১ এর অন্তর্গত ৭৬,৭৭নং জেলা পরিষদ আসনে সিপিআইএম প্রার্থী রাজকুমার বাগ, কাকলি রং ও উদয় শঙ্কর বাগের সমর্থনে বাড়ী বাড়ী প্রচার করা হয়।
এমনই আর একটি পথসভার আয়োজন করা হয়েছিলো খোলা খালি র হাটে। বৃষ্টির মধ্যেও মানুষ এই সভা র বক্তব্য না শুনে কেউ যায় নি, কারণ মানুষ আজ তৃণমূলের অত্যাচারে ফুসছে। পঞ্চায়েত ভোটের মধ্যে দিয়ে মানুষ এর জবাব দিতে তৈরি। তারা চায় তাঁদের অধিকার বুঝে নিতে। এই পথসভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই এর জেলার সম্পাদক মন্ডলীর সদস্য তনুশ্রীমন্ডল, এছাড়া ও বক্তব্য রাখেন এইডওয়া দঃ চব্বিশ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রমা চক্রবর্তী। অঞ্চলের নেতৃবৃন্দ অবশ্যই উপস্থিত ছিলেন।
অভিজিৎ দাশগুপ্ত:–আজ সোনারপুর পশ্চিম এ বনহুগলী ১ ও ২ পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে চলল নিবিড় প্রচার। এলাকার মানুষ তাদের চাওয়া না পাওয়ার ক্ষোভ উগরে দিলেন তাদের প্রিয় লাল পার্টির প্রার্থী কর্মীদের কাছে। জেলা পরিষদে বাম-কংগ্রেস জোটের সিপিআই (এম) প্রার্থী মধুমিতা চক্রবর্তী আজ বনহুগলী ২ এর ১৮৩ নং বুথে প্রচার করেন।