জেলা রাজ্য

মানুষের লড়াইয়ে, মানুষের পাশে উত্তর চব্বিশ পরগণা জেলা বাম গণসংগঠন


নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:১৫ই জুন:–ট্যাক্সি ইউনিয়নের শ্রমিক নেতা কার্তিক ভদ্রের বাড়ি আম্ফান ঝড়ে ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্ত হয়। আজ সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ও পরিবহন ইউনিয়নের পক্ষ থেকে দশ হাজার টাকা জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জী ওনার হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অসিত সেন, ট্যাক্সি ইউনিয়নের জেলা সম্পাদক কমরেড শংকর বোস ও অন্যান্য কমরেড গন।

অপরদিকে গারুলিয়া বাবুঘাট ফেরি সার্ভিসের ভাড়া কমানোর জন্য বামদলগুলির পক্ষ থেকে প্রশাসনকে হুঁশিয়ারি, সম্ভবত শেষ বারের মত। আগামী দিন ভাড়া না কমলে অনির্দিষ্ট কালের জন্য ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়ার বার্তা দেওয়া হলো প্রশাসনকে।

লক ডাউন পরবর্তী সময়ে নতুন করে গারুলিয়ার বাবুঘাট ফেরিসার্ভিস চালু হওয়ার পর অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজ সকাল ৯ টা থেকে গারুলিয়া বামফ্রন্টের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচী ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। এতে সাধারণ যাত্রী,ঘাট কর্মচারীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।স্থানীয় নোয়াপাড়া থানার প্রশাসন, ঘাট মালিকের সঙ্গে আলোচনা করে পূর্বের ন্যায় ভাড়া নির্ধারিত করবার আশ্বাস দিয়ে যান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।