জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:১০/০৬/২০২৩:- সুদীপ্ত সরকারঃ-দশম পঞ্চায়েত নির্বাচনে হুগলীর জেলা পরিষদের জাঙ্গীপাড়ার জেলা পরিষদ ২৫ আসনে পলাশ কোঙার, জেলা পরিষদ ২৬ আসনে মহম্মদ শাহিন সেখ, জেলা পরিষদ ২৭ আসনে চম্পা রায় বামফ্রন্টের পক্ষ থেকে সিপিআই (এম) প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন।

দীপালী মন্ডলঃ-হুগলী জেলা পরিষদের সিঙ্গুর জেলা পরিষদ ৪ আসন থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী হিসাবে প্রথম মনোনয়ন জমা করলেন সুকাজল দাস ও হুগলী জেলা পরিষদের সিঙ্গুর জেলা পরিষদ ৫ আসন থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী হিসাবে প্রথম মনোনয়ন জমা করলেন কমরেড রুম্পা মাখাল।

জগন্নাথ ঘোষঃ-দিগসুই বুথের দেওয়াল লিখন সারাদিন ব্যাপী হোলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।