চিন্তন নিউজ:১৪/০৩/২০২৩:- দেবরাজ মন্ডলের প্রতিবেদন :- কুলতলীর প্রাক্তন বিধায়ক রাম শঙ্কর হালদার সহ পার্টির নেতৃত্বে র ওপর তৃণমূলের আক্রমণ এর প্রতিবাদে আজ মগরাহাট পার্টি অফিস থেকে মগরাহাট থানা পর্যন্ত ধিক্কার মিছিলের আয়োজন করা হয়, বাম কর্মী সহ এলাকার মানুষের উপস্থিতি ছিলো প্রচুর।
অপর দিকে বারুইপুর থেকে দুই
প্রতিনিধি সুচরিতা বোস ও অভিজিত ব্যানার্জী র প্রতিবেদন :- সিপিআই(এম) জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এবং কৃষক সভার জেলা সভাপতি, তথা কুলতলীর প্রাক্তন বিধায়ক রাম শঙ্কর হালদার এর উপর গত কাল ঘটে যাওয়া আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও দোষী দের গ্রেফতার করার দাবীতে আজ বারুইপুর পশ্চিম (২) এরিয়া কমিটির উদ্যোগে বারুইপুর রাস মাঠ থেকে শিবানী পিঠ পর্যন্ত এক প্রতিবাদ মিছিল সংঘটিত হয়।
জেলার সোনারপুর পশ্চিম অঞ্চল থেকে প্রতিনিধি অভিজিত দাসগুপ্ত তার প্রতিবেদনে জানিয়েছেন যে আজ ওই একই বিষয় নিয়ে সোনারপুর পুর পশ্চিম এরিয়া কমিটির ডাকে আজ এক প্রতিবাদ মিছিল সংঘটিত হয়।
বলগোরাহাট থেকে জয়েনপুর পর্যন্ত পথ পরিক্রমা করা হয় মিছিলের মাধ্যমে, মিছিল শেষে বক্তব্য রাখেন জেলার সম্পাদক মন্ডলীর সদস্য অরিন্দম মুখার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কানাই দেব এবং আঞ্চলিক নেতৃবৃন্দ।
সংবাদদাতা অভিজিৎ ব্যানার্জি:– কুলতলীর প্রাক্তন বিধায়ক রামশঙ্কর হালদার সহ কর্মীদের উপর তৃনমূলের দূষ্কৃতী বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী) জয়নগর ১ এরিয়া কমিটির উদ্যোগে দক্ষিণ বারাসত এ প্রতিবাদ মিছিল সংঘটিত হয়।