চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১২ জুন ২০২৩ – ভোটের দিন প্রকাশের পরেই রাজ্যজুড়ে নমিনেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পূর্ব বর্ধমান জেলার বড়শুলে সি পি আই এমের এই নমিনেশন প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে বাধা দিতে আসে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী। কিন্তু মানুষই এর উপযুক্ত প্রতিরোধ গড়ে তোলে। আজ মনোনয়ন পত্র জমা দিতে দিল না। পুলিশের নিষ্ক্রিয়তার ফলে আগামীকাল মনোনয়ন পেশ করার কথা জানান জেলা কমিটির সদস্য জহর দাস।
পূর্ব বর্ধমান জেলার রায়না ১ এরিয়া কমিটির পলাশন ও সেহারা বাজার অঞ্চলের মনোনয়ন পত্র পেশ করা হয় শ্যামসুন্দরে।
এছাড়া মেমারি ২ এবং কাটোয়া ১ নম্বর ব্লকে সি পি আই এমের পক্ষ থেকে নমিনেশন দাখিল করা হয়।