রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:১০ই জুলাই:– হাতে লন্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো. — লক ডাউনে কাজ নেই, আয় নেই, অথচ বিদ্যুতের বিলে কোন কমতি নেই। সাধারণ মানুষ কি আর করবে ? হেরিক্যানের আলোতেই কাজ মেটাই। রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের যৌথ অপদার্থতার কারনে মানুষ নাজেহাল। বিক্ষোভ মিছিল গোটা রামপুরহাট শহর পরিক্রমা করে রেল বেসরকারীকরণ ও নিয়োগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আওয়াজ তোলে। এ ছাড়াও প্রধান দাবী গুলি ছিল-১) লকডাউনের ৩ মাসের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে।২)মাসের বিল মাসে পাঠাও। বিদ্যুতের দাম কমাও ইত্যাদি দাবীগুলি নিয়েই সকালে রামপুরহাটের ডিভিশনাল ম্যানেজারকে ডেপুটেশনও দেওয়া হয় ডিওয়াইএফআই এর উদ্যোগে।
উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই বীরভূম জেলা সভাপতি অমিতাভ সিং, আফতাব হোসেন, মুন্নি মন্ডল, বাবু বায়েন, রাহুল চ্যাটার্জী, ভবতারন মাল, সুশান্ত মন্ডল, তুষার মন্ডল।