জেলা

দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে বন্যা পরিস্থিতির অবনতি


কমলেন্দু রায়:চিন্তন নিউজ:২৮শে সেপ্টেম্বর:- উত্তরবঙ্গে গত কয়েকদিন ভারী বৃষ্টির কারণে নদীর জলের স্তর বৃদ্ধি পাওয়ায় মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে কয়েকটি অঞ্চলের অবস্থা খুবই খারাপ। তপন ব্লকের তিনটি অঞ্চল রামপাড়া চেঁচড়া, আজমদপুর ও রামচন্দ্রপুর জলে ডুবে গেছে। বানভাসি মানুষদেরকে উদ্ধার করতে ও সাহায্যের জন‍্য সরকারি ভাবে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন সিপিআই (এম)পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস‍্য তথা ক্ষেতমজুর ফ্রন্টের জেলা সম্পাদক নন্দলাল হাজরা, তপন পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক দিলীপ বিশ্বাস সহ অসংখ্য পার্টি কর্মী। জল দু’কূল ছাপিয়ে গ্রামের পর গ্রাম বন্যায় ভেসে গেছে। এই অঞ্চলের কৃষিজমিগুলির বিস্তীর্ণ অঞ্চলগুলি জলে প্লাবিত হয়েছে এবং কৃষকদের মারাত্মক ক্ষতি হয়েছে।

আজ বামফ্রন্টের উদ্যোগে বালুরঘাট ব্লকের গোপালবাটি পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে এবং এবং এই প্রকল্পে সকল গরিব মানুষকে গৃহ দেবার দাবিতে অঞ্চল অফিসে ডেপুটেশন দেওয়া হয়। আজকের কর্মসূচীতে সমস্ত সংসদে ২০০ দিনের কাজ ও পানীয় জলের ব‍্যবস্থা করার দাবি জানান হয়। এছাড়াও রাস্তা ও ড্রেন অবিলম্বে সংস্কার করতে হবে, কৃষকদের শস্য বীমা কার্যকরী করতে হবে ,কৃষক বিরোধী কালা বিল অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে বিক্ষোভ ও মিছিল সংঘটিত হয়।

এছাড়াও বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্টের তরফে ১০ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।