জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিশেষ সংবাদ।


সংবাদদাতা অভিজিৎ ব্যানার্জি:– তৃণমূলের লুঠ দুর্নীতি সন্ত্রাসের প্রতিবাদে ও জনগণের পঞ্চায়েত গড়তে বিষ্ণুপুর-১ এরিয়া কমিটির উদ্যোগে ধোপার মোড়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হলো। সমাবেশে বক্তব্য রাখেন প্রতিকুর রহমান, প্রভাত চৌধুরী, সায়ন ব্যানার্জী, আমজাদ শেখ, সুফল পাল, শ্যামল ডাল সহ অন্যান্য নেতৃত্ব।

কৃষ্ণা সাবুই চিন্তন নিউজ :–আজ দক্ষিণ চব্বিশ জেলা সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে, নয় দফা দাবীর ভিত্তিতে বারুইপুর এস ডিও অফিসের সামনে সাড়ে সাত ঘন্টা অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ সভা হয়। এই অবস্থান বিক্ষোভ এ যৌথ মঞ্চের সমস্ত সমিতির নেতৃত্ব বক্তব্য রাখেন। একে তো ৩৬%ডিএ বকেয়া, তার উপর রাজ্য সরকারী কর্মচারীদের সম্পর্কে রাজ্য সরকারের কু রুচি পূর্ণ মন্তব্য সমস্ত কর্মচারী দের মনে আগুন ধরিয়ে দিয়েছে, এই সমাবেশ শুধু মাত্র নিজেদের দাবী নিয়েই সারা টা সময় ব্যাস্ত ছিলো না, তার সাথে নেতৃত্ব শ্রমিক, কৃষক মেহনতি মানুষের দাবী নিয়েও সোচ্চার ছিলো। একদিকে লাগাতার মূল্য বৃদ্ধি, অন্য দিকে সাধারণ মানুষের উপর দলদাস পুলিশের নির্মম অত্যাচার, সবটাই উপস্থিত নেতৃত্ব আলোচনা করেন তাঁদের বক্তব্যর মধ্যে। জাতীয় শিক্ষা নীতিও বাদ যায়নি।
আগামী ৪ঠা মে নবান্ন অভিযানকে সফলতার শীর্ষে নিয়ে যাবার অঙ্গীকার করেন যৌথ মঞ্চের সদস্য রা। সভা শেষে সকলের মুখে একটাই স্লোগান ছিলো নবান্ন চলো।

অভিজিত ব্যানার্জী, চিন্তন নিউজ :–
আজ পাতরা নতুন হাটে কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়, এবং রাজ্য সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপ লুটের প্রতিবাদে এক সভা হয়। এই সভায় বক্তা ছিলেন রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। ডায়মন্ড হারবার -১নং এরিয়া কমিটির সম্পাদক দেবাশীষ ঘোষ, মহিলা লড়াইয়ের নেত্রী সাবিনা ইয়াসমিন। সভায় মানুষের ভালো সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা যায়। সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে বক্তাদের কথা শোনেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।