শিক্ষা ও স্বাস্থ্য

নো ক্লাস: নো এক্সাম


সৌভিক ব্যানার্জি:চিন্তন নিউজ:২০ই জুলাই:- নো ক্লাস: নো এক্সাম:-ইউ জি সি এর গাইডলাইন বাতিল করতে হবে , করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যাবে না , এই শিক্ষা বর্ষের ফিস্ নেওয়া যাবে না , দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাসে দুবার মিড ডে মিল দিতে হবে এই দাবী গুলি সহ একাধিক দাবীতে আজ এস‌এফ‌আই সোনাখালি ও কলোড়া লোকাল কমিটির উদ্যোগে গৌরা থেকে মিছিল শুরু হয়ে সোনামুই বাজারে এসে পথ অবরোধ হয় সংগঠিত হয়। অবরোধ চলাকালীন বক্তব্য রাখেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড শুভঙ্কর ব্যানার্জী , উপস্থিত ছিলেন কমরেড সুনিত কুলোভী , সৌমেন চক্রবর্তী , শুকদেব দাস ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।