জেলা

সিঙ্গুরে চালপাচারের অভিযোগ। গাড়ি আটকালো সিঙ্গুরবাসী


দীপ্তেশ মুখার্জী: চিন্তন নিউজ:২রা মে:–হুগলির সিঙ্গুর ২ নং এলাকায় গোপালনগর ( পূর্বপাড়া ) DVC মাঠের পাশে রামকুমার সাউ-এর বাড়িতে এফ সি আই গোডাউনের পাঠানো আরামবাগ গামী গাড়ি থেকে ১০ বস্তা চাল নাবানো হ’চ্ছিল। বে-আইনীভাবে মজুত করা হ’চ্ছিল বলে এলাকাবাসীর অভিযোগ।

এলাকার মানুষজন ধরে ফেলে গাড়িটি। এবং পুলিশে খবর দেয়। পুলিশ গাড়ির চালকসহ ঐ বাড়ির মালিক রামকুমার সাউকে আটক করেছে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।