জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- সোমনাথ ঘোষঃ-চন্ডীতলা এলাকার শিয়াখালা ব্যানার্জী পাড়ায় নারী শহীদ দিবস পালন করা হয়।
পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান মহিলা নেত্রী কমরেড তপতী ব্যানার্জী ।শহীদ বেদিতে মাল্যদান করেন কম বাসন্তী ব্যানার্জী কম পুষ্প পাত্র কম সোমনাথ ঘোষ ও কম শুভদীপ রায় সহ অন্যান্যরা।

দেবারতি বাসুলীঃ-সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কানাইপুর নবগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে চারটি স্থানে পালিত হলো নারী শহীদ দিবস।

সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কানাইপুর গ্রাম ও বড়বহেড়া যৌথ্য উদ্যোগে নারী শহীদ দিবস পালন।

বৈদ্যবাটি ১ নাম্বার নবগ্রাম শাখায় উদ্যোগে।
রাজবন্দীদের মুক্তির দাবিতে শহীদ হয়েছিলেন কমরেড লতিকা, অমিয়া, প্রতিভা ও কমরেড গীতা, তাদের স্মরণে আজ ২৭ শেএপ্রিল নারী শহীদ দিবস পালন করা হল ফ্ল্যাগ উত্তোলনের মধ্য দিয়ে।

শান্তনু বোসঃ সিডব্লিউ এফ‌আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে বিওসিডব্লিউএ প্রকল্পের সমস্যা সমাধান, পরিযায়ী শ্রমিকদের জন্য আইন তৈরী ও লাগু করা, শ্রমজীবি মহিলাদের সমকাজে সমবেতন সহ অন্যান্য দাবীতে মে জুন দু মাস ব্যাপী নির্মাণ শ্রমিকদের আন্দোলনের কর্মসূচী সফল করতে হুগলীতে সভা । বক্তব্য রাখেন কমরেড গুরুদাস ব্যানার্জী , প্রাণকৃষ্ণ প্রামানিক । সেবা সাহা সভানেত্রীর দায়িত্ব পালন করেন । শতাধিক নির্মাণ শ্রমিক সভায় উপস্থিত ছিল ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।