জেলা

চাকরি হারিয়ে মালিক ও নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়ে পুড়ে মৃত্যু


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:২৮ শে এপ্রিল:– এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে একজন মানুষ এর চাকরি থেকে বরখাস্ত হবার কি মর্মান্তিক ঘটনা ঘটলো তা প্রায় অবিশ্বাস্য। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পুনেতে। সপ্তাহখানেক আগে পুনের এক ব্যাবসায়িক প্রতিষ্ঠান থেকে ঐ কর্মচারী কে বরখাস্ত করা হয়। স্ত্রী পুত্র সন্তান নিয়ে তাঁর সংসার। এদিকে সমস্ত জিনিস পত্রের দাম আকাশছোঁয়া।

প্রচন্ড রাগের বশে কি করবে ভেবে না পেয়ে ঐ ব্যক্তি তাঁর পূর্ব তম কাজের জায়গায় এক জ্যারিকেন কেরোসিন তেল নিয়ে উপস্থিত হন । দোকানে র মালিক তখন কাপড় কাটছিলেন জামাকাপড় বানানোর জন্য। বরখাস্ত কর্মী কোন কিছু বিচার না করে প্রথমে নিজের গায়ে তারপর মালিকের গায়ে কেরোসিন ছিটিয়ে দেয় এবং নিজের গায়ে আগুন জ্বালিয়ে দেয় এবং তারপর মালিক কে জড়িয়ে ধরে আর এর ফলে দুজন দুজনের ই মৃত্যু হয় ঘটনাস্থলে। আরেক জন কর্মী তাঁদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন — তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনা একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী “আচ্ছে দিনের” — সাধারণ জিনিস পত্রের দাম আকাশছোঁয়া,পেট্রোল জাত দ্রব্য প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চাল গম ভুট্টা ডাল থেকে শুরু করে আনাজপাতি সবকিছু র দামে আগুন লেগেছে। মধ্যবিত্তের জীবন জীবিকা নির্বাহ করা একরকম দুষ্কর হয়ে উঠেছে। আশঙ্কা এমন ঘটনা আরও ঘটবে যদি না কেন্দ্র সরকার অবিলম্বে জিনিসপত্র এর দাম মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সদস্যদের কেনার ক্ষমতায় না আনেন। সাধারণ মানুষ যদি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে না পারেন তবে কিসের ” আচ্ছে দিন”..


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।