জেলা

পশ্চিম বর্ধমান জেলা নিউজ


চিন্তন নিউজ:২৩শে সেপ্টেম্বর:- সংবাদদাতা:- মধুমিতা রায়:- আজ আসানসোল সুকান্ত ময়দান ডি আই অফিসে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলা শাখার তরফে ১৩ দফা দাবি সনদ পেশ করেন। দীর্ঘদিন ধরে অবসর প্রাপ্ত শিক্ষকরা তাদের পেনসন সহ অন‍্যান‍্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সিনিয়র শিক্ষক দের বেতন বৈষম্য, আনট্রেন্ড শিক্ষকদের লেভেল ৯ এ নিয়ে যাওয়া। এন‌আইওএস (N.I.O.S) থেকে ট্রেনিংয়ের পর শংসাপত্র না পাওয়া, অনলাইন পোর্টালের কাজ, প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ, ট্রান্সফার সংক্রান্ত কাজে ব‍্যাপক দূর্নীতি ও টালবাহানা ইত্যাদি ছিল দাবিপত্রে। উপস্থিত ছিলেন জেলা সভাপতি জয়ন্ত চক্রবর্তী , জেলা সম্পাদক মন্ডলীর নেতৃত্ব তূষার গোস্বামী, সুব্রত ঘোষ, উজ্জ্বল চ‍্যাটার্জী ও মধুমিতা রায় । আজকের উপস্হিতি ছিল চোখে পড়ার মতো। শিক্ষক মহলে ব‍্যাপক সাড়া পড়েছে। মাননীয় ডি আই সাহেব সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবো এই বার্তা দেওয়া হয়েছে।

সংবাদদাতা:- পম্পা নন্দী জানাচ্ছেন,সরকারের চেতনা জাগাতে গেলে প্রয়োজন মানুষের নিজের চেতনা বৃদ্ধি। আর তা তখনই বোঝা যাবে যখন মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে উপলব্ধি করতে পারবে এবং সেই মতো কাজ করতে পারবে। ঘরে বসে নয়, চাই রাস্তায় নেমে আন্দোলন। সেই লক্ষেই আজ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। এখানে বক্তব্য রাখেন বিকাশ মিত্র (আই ই এ, আসানসোল), উদয় ঘোষ (কো-অর্ডিনেশন কমিটি), তপন ঘোষ (বি এস এন এল), সুব্রত চন্দ(বি ই এফ আই), সুধীর রায় ( ইঃ রেলওয়ে মেনস ইউনিয়ন), ভবানী আচার্য্য (টি ইউ সি সি), সুবীর নিয়োগী(সি আই টি ইউ), আশীষ বাগ (ইউ টি ইউ সি),


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।