জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ:০২/০৬/২০২৩:- নিজস্ব প্রতিবেদকঃ- আজ হুগলী জেলা থাকলো এক ঐতিহাসিক সমাবেশ এর সাক্ষী হয়ে । হুগলী জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হলো সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির হুগলি জেলা কমিটির ডাকে এক বিশাল জনসভা ।

দীপালী মন্ডল জানান যে বক্তাদের বক্তব্যে উঠে এসেছে নারী নির্যাতনের বিরুদ্ধে , একশো দিনের কাজের দাবিতে , স্বচ্ছ নিয়োগের দাবিতে দূর্নীতি মুক্ত পঞ্চায়েত গঠনের দাবিতে বলিষ্ঠ বক্তব্য ।

এছাড়াও কমরেড শঙ্খশুভ্র চক্রবর্তী জানান যে আজ এই গরমের তীব্র দাবদাহ উপেক্ষা করে সমাবেশে যোগ দিলেন বহু মহিলা ও পুরুষ।
উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা
কনীনিকা বোস,রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং সংগঠনের রাজ্য-কেন্দ্রীয় নেত্রী কমরেড দেবলীনা হেমব্রম, সংগঠনের জেলা সম্পাদিকা শিবানী দাশগুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব। ।

দীনেশ ঘোড়ুইঃ- সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন, পাণ্ডুয়া থানা কমিটির ডাকে পাণ্ডুয়ায় জামগ্রাম মন্ডলাই পঞ্চায়েত ঘেরাও অভিযান চলছে ।আজ সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন, পাণ্ডুয়া থানা কমিটির ডাকে পাণ্ডুয়ায় জামগ্রাম মন্ডলাই পঞ্চায়েত ঘেরাও অভিযান।

সৌরভ গাঙ্গুলিঃ-তারকেশ্বর থানা ক্ষেতমজুর ইউনিয়নের কেশবচক গ্রাম পঞ্চায়েত ডেপুটেশন ও রাত্রি জাগরন কর্মসূচি পালিত হল—-
১০০ কাজ অবিলম্বে চাল করতে হবে
বকেয়া মজুরি প্রদান করতে হবে
নতুন জবকার্ড প্রদান
প্রকৃত গরীব মানুষ কে পাকা নির্মাণের ব‍্যবস্থা করে দেওয়া
পিএইচই পর্যাপ্ত জলের ব‍্যবস্থা
পিএইচই নেওয়া জলের টাকা ফেরতের ব‍্যবস্থা
দামোদর নদের মাটি নদের পাশ্ববর্তী গ্রাম কাঁড়ারিয়া ও নছিপুর গ্রামের উন্নয়ন এর কাজে ব‍্যবহার সহ বিভিন্ন দাবিতে


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।