দেশ

ভয়াবহ দুর্ঘটনার কবলে শালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেস ।


সুপর্ণা রায়: চিন্তন নিউজ: ০২/০৬/২০২৩:– ভয়াবহ দুর্ঘটনার কবলে শালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেস। রেলের খবর অনুযায়ী এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর আহত কত তা এখনো জানাতে পারেনি । মৃত্যুর সংখ্যা কত হবে তা নিশ্চিত ভাবে বলতে পারছে না । জানা গেছে শালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেস উড়িষ্যার বালেশ্বর এর বাহানকা স্টেশনে ঢোকার মুখে এক মালগাড়ি র সাথে ধাক্কা লেগে প্রায় দেশলাই বাক্সের মতো উল্টে যায় করমন্ডল এক্সপ্রেস । ট্রেনের প্রায় অধিকাংশ কামড়া মালগাড়ি র উপরে উঠে যায় । কলকাতা থেকে চেন্নাই যাওয়ার জন্য সবচেয়ে ভালো ট্রেন এই করমন্ডল এক্সপ্রেস । শুধু পশ্চিমবঙ্গ নয় আসাম ,বিহার , বাংলাদেশ থেকে বহু মানুষ অসুস্থ মানুষ দক্ষিণ ভারতে যান চিকিৎসার জন্য । জানা গেছে যে বাতানুকুল কামড়া গুলোই বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু কি কারণে মালগাড়ি আর করমন্ডল এক্সপ্রেস মুখোমুখি হলো সেটা জানা সম্ভব হয়নি।

সুপারফাষ্ট এই ট্রেন টি পিছনের তিনটি কামড়া বাদে বাকী কামড়া গুলো একেবারে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে । খুব সম্প্রতি শালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেসকে হাওড়া স্টেশন থেকে শালিমার স্টেশনে সরিয়ে নিয়ে যায় দক্ষিণ পূর্ব রেল । দুপুর তিনটে কুড়ি মিনিটে শালিমার থেকে এই ট্রেন টি ছাড়ে চেন্নাই এর উদ্দেশ্যে । সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ বালেশ্বর স্টেশনে ঢোকার কথা কিন্তু তার আগেই এই ভয়ঙ্কর দূর্ঘটনায় পড়ে ট্রেন টি । সম্প্রতি করমন্ডল এক্সপ্রেস এর জন্য “লিঙ্ক হফম্যান বুশ” প্রযুক্তির রেক আনা হয়েছিল পাঞ্জাবের কাপুরথালা থেকে । জানা গেছে জার্মান প্রযুক্তি তে তৈরী এই রেক দূর্ঘটনা সামলাতে অনেক বেশী সক্ষম । আজ দূর্ঘটনা এমন ছিল যে তেইশ টা কামড়ার মধ্যে কুড়িটা কামড়াই উল্টে গেছে । জানা গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে প্যান্ট্রি কার ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।