চিন্তন নিউজ:২০/০৫/২০২৩:- সুদীপ্ত সরকারঃ-জাঙ্গীপাড়ার বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে দূর্নীতির বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহের কাজ চলছে।
সিদ্ধার্থ গুহঃ-ডানকুনি এরিয়া কমিটির অন্তর্গত সি পি আই এম মৃগালা ৫নং শাখায় ডানকুনির লিচুবাগানে গনশক্তির বোর্ডের পূনর্গঠনের কাজ চলছে।
সুব্রত দাশগুপ্তঃ-পার্টির রাজ্য দপ্তরের ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি এরিয়া কমিটির পক্ষ থেকে যাওয়া চারজন স্বেচ্ছায় রক্তদান করলেন কমরেড সুজয় সাহা , কমরেড জয়দেব হালদার , কমরেড সুরজিৎ জেসন রায় প্রমুখ সদস্য গন।
সুপর্না রায়ঃ-।কোন্নগর ১২ নং ওয়ার্ডের বাসিন্দা অয়নদীপ সেনগুপ্ত এবার মাধ্যমিকে ( ৯৭.৬% ) নম্বর পেয়ে সারা রাজ্যের মধ্যে ১০ম স্থান অর্জন করেছে l অয়নদীপ মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এর ছাত্র l
সি পি আই ( এম ) পৌর ১২ নং ওয়ার্ড শাখার তরফ থেকে তার বাড়ি গিয়ে তাঁকে ও তার বাবা মা কে অভিনন্দন জানানো হয় l পার্টির শাখা সম্পাদক কমরেড ইন্দ্রনীল গাঙ্গুলি তার হাতে পুষ্প স্তবক তুলে দেন l উপস্থিত ছিলেন পার্টির এরিয়া কমিটির সদস্য কমরেড প্রদীপ দেব ও ডিওয়াইএফআই নেতা কমরেড দীপঙ্কর সেনগুপ্ত ও কমরেড বিমল দাস l