জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:- দেবারতি বাসুলীঃ-CITU ত্রয়োদশ জেলা সম্মেলন উপলক্ষ্যে আজ সন্ধ্যায় ত্রিবেণী শিবপুর বাস স্ট্যান্ড/ অটো স্ট্যান্ড থেকে অশোকা সিনেমা হল পর্যন্ত একটি মশাল মিছিল হয়। মিছিলে প্রচুর শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। মিছিল শেষে বক্তব্য রাখেন অভ্যর্থনা সমিতির সভাপতি কম: সৈকত সো।

জয়দেব ঘোষঃ-আজ পান্ডুয়া থানার ইটাচূনা খন্যান অঞ্চলে সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন ও অন্যান্য বাম গণসংগঠনের আহ্বানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপযুক্ত ব্যক্তিদের পাকা ঘরের দাবী ও অনুপযুক্ত ব্যাক্তিদের নাম বাদ দেওয়ার দাবী নিয়ে গণডেপুটেশন চলছে। তৃনমূলের পঞ্চায়েত প্রধান পুলিশের সাহায্যে প্রতিনিধিদলদের ঢুকতে বাধা দেয়।সঙ্গে সঙ্গে উপস্থিত জনগন পঞ্চায়েত অফিসে ঢুকে পুলিশকে সরে যেতে বাধ্য করে প্রতিনিধিদের ঢুকিয়ে দেয়। মহিলাদের অংশগ্রহণ ও লড়াকু মেজাজ দেখে পুলিশ পঞ্চায়েত অফিসের বাইরে আসতে বাধ্য হয়। দীর্ঘ সময় ধরে ডেপুটেশন চলে। কমরেড পার্থ ঘোষের নেতৃত্বে দেবাশীষ বিশ্বাস, গোপাল সাধুখাঁ,নীলা মালিক,মহম্মদ সেলিম জয়দেব দাস,প্রতিটি গ্ৰামের প্রকৃত মাটির ঘরের মালিক যারা বঞ্চিত তাদের তালিকা জমা দেওয়া হয়। পঞ্চায়েত অফিসের বাইরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানা কৃষক সমিতির সম্পাদক সৌরেন বসু, ক্ষেতমজুর ইউনিয়নের থানা সম্পাদক গৌরাঙ্গ বাহক,সি,আই,টি,ইউ র পান্ডুয়া থানা সমন্বয় কমিটির আহ্বায়ক কমরেড শ্যামল ঘোষাল, ডি,ওয়াই,এফ,আই র নেতা আবীর মুখার্জী,প্রমুখ।সভায় সভাপতিত্ব করেন অঞ্চল কৃষক সমিতির সভাপতি সলিল আদক।

আজ পার্টি পাণ্ডুয়া এরিয়া কমিটির ডাকে জামগ্রাম মন্ডলাই পঞ্চায়েতে আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে, প্রকৃত গরীব মানুষদের আবাস যোজনায় ঘরের দাবীতে,100দিনের কাজের বকেয়া মজুরীর দাবীতে ও দ্রুত100 দিনের কাজ চালুর দাবীতে ডেপুটেশন।দুপুর2টা থেকে রাত্রি7টা পর্য্যন্ত চলে।প্রায় সাত আটশো মানুষ অংশ গ্রহণ করেন অবস্থান বিক্ষোভে।শেষে bdo এর হস্তক্ষেপে প্রধান আবাস যোজনার খসড়া তালিকা দেওয়ার পর ডেপুটেশন শেষ হয়।মানুষের মেজাজ দারুণ ছিল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।