রাজ্য

আপার প্রাইমারি চাকরি দেবার নাম করে প্রায় সতেরো লক্ষ টাকা প্রতারণা


উত্তম দে: চিন্তন নিউজ:১০/০১/২০২৩:– – আপার প্রাইমারি চাকরি দেবার নাম করে প্রায় সতেরো লক্ষ টাকা প্রতারণার অভিযোগে আমবাড়ি চিন্তামোহন হাই স্কুলের বাংলা শিক্ষক সন্তোষ বর্মনকে গ্রেফতার করলো আমবাড়ি ফাঁড়ির পুলিশ। অভিযোগ কোচবিহার জেলার মাথাভাঙ্গা এলাকার, পেশায় প্রাইভেট টিউটর বাপ্পা মালাকার এর থেকে আপার প্রাইমারিতে চাকরি দেবার নাম করে দফায় দফায় প্রায় সতেরো লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত শিক্ষক। অভিযোগকারী প্রলোভনে ফাঁদে পা দিয়ে বসবাস বাড়ির একটি অংশ বিক্রি ও স্ত্রীর অলংকার বিক্রি করে অভিযুক্তর হাতে ঐ বিশাল পরিমানের অর্থ তুলে দেয়। কিন্তু অভিযোগকারী প্রতারিত হয়েছেন বুঝতে পেরে অভিযুক্ত শিক্ষকের সাথে যোগাযোগ করতে চেষ্টা করলে নানা টালবাহানা করেন। অভিযুক্ত শিক্ষকের বাড়ি কোচবিহার জেলার শীতলকুচিতে হলেও, তিনি শিলিগুড়ি লাগোয়া আশিগড় এলাকায় বাড়ি করে ওখানেই বসবাস করতেন।
অভিযোগকারীর করা অভিযোগের ভিত্তিতে সোমবার সন্তোষ বর্মনকে আমাবাড়ি ফাঁড়ির পুলিশ গ্রেফতার করেন। এই প্রতারণা চক্রের সাথে আরো কোন প্রভাবশালী মাথা রয়েছে কিনা, সেটাই এখন দেখার বিষয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।