জেলা

হুগলি বার্তাঃ


        

সন্দীপ সিংহ :- চিন্তন নিউজ: ৭ই এপ্রিল:– পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে হুগলির মহিলা মহাবিদ্যালয়ের সঙ্গে যৌথ ভাবে আজ ৭এপ্রিল ২০২২ বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এ বছরে বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম ছিল পৃথিবী এবং সমস্ত মানুষের জন্য চাই সুস্বাস্থ্য। এদিন এই দিনটির গুরুত্ব বুঝিয়ে বক্তব্য রাখেন ডা: অভিজিৎ দত্ত ও ডা: অর্চনা ভট্টাচার্য। একই সঙ্গে ছাত্রীদের বহু প্রশ্নের উত্তর ও তারা দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি শ্রী অসিত মজুমদার ও পরিচালন কমিটির অন্যতম সদস্য শ্রী গৌরীকান্ত মুখার্জি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক সমদ্যুতি ……।

-দীপন মুখার্জি- ২৩তম সিপিআই(এম) পার্টি পশ্চিমবঙ্গের হুগলী জেলার প্রতিনিধি কমরেড স্নেহাশিস রায়, কমরেড মনোদীপ ঘোষ, কমরেড তীর্থঙ্কর রায, কমরেড দেবব্রত ঘোষ, কমরেড অরিন্দম ভট্টাচার্য, কমরেড আবদুল হাই এবং কমরেড ভাস্কর রায়।

জয়দেব ঘোষঃ-২৩তম সিপিআইএমের পাটি ক‍্যগ্ৰেসের প্রাক্কালে রক্ত পতাকা উত্তোলন করা হয় বৈদ‍্যবাটি এরিয়া কমিটির অফিসে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।