জয়দেব নিয়োগী: চিন্তন নিউজ:১৬ই মে:- লকডাউন পরিস্থিতিতে প্রতিবারের মতো এবারেও দুঃস্থ পরিবারগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো গড়বাটি আমরা কয়েকজন সুইমিং ক্লাব এবং চুচুঁড়া সেন্স সোসাইটির সদস্যরা। এবারের ত্রানের সামগ্রী তুলে দেওয়া হোল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামে এবং স্থানীয় দুঃস্থ কিছু পরিবারকে।
এবার মোট ১৪১ টি পরিবারকে এই ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।এই নিয়ে বেশ কয়েকবার এই সংগঠন দুটি ত্রাণ দিয়ে চলেছে কিছু না পাওয়া পরিবার গুলিকে। ভবিষ্যতে ও তারা এই কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর।