জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- চৈতালি নন্দীঃ-আজ শুরু হলো ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ত্রয়োবিংশতিতম কংগ্রেস কান্নুর কেরালা তদ্ উপলক্ষে চন্দননগর ফটক গোড়ায় ঠিক সকাল ১০টায় পার্টির রক্ত পতাকা উত্তোলন করে শহিদ বেদি তে মাল্যদান এর মধ্যে উদযাপন করা হলো।রক্ত পতাকা উত্তোলন করেন প্রবীণ কমিউনিস্ট পার্টির নেতা দিপ্ত্যেন্দু দাশশর্মা। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্র যুব আন্দোলনের নেতা কমরেড ঐকতান দাশগুপ্ত।

সিদ্ধার্থ গুহঃ-CPIM ২৩ তম পার্টি কংগ্রেস এর সাফল্য কামনা।আজ আমাদের ডানকুনি CPIM area কমিটির অন্তর্গত মনোহরপুর ৭/মৃগালা ৫ শাখায় রক্ত পতাকা উত্তোলন করেন কমঃ দেবোতোষ মাইতি এবং শহীদ বেদীতে মাল্যদান করেন শাখা সম্পাদক কমঃ প্রশান্ত ঘোষ সহ ছাত্র, যুব ও মহিলা সংগঠনের স্থানীয় নেতৃত্ব।

২৩তম পার্টি কংগ্রেস (৬ -১০ এপ্রিল, কান্নুর জেলা) উপলক্ষে ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি এরিয়া কমিটি অন্তর্গত ৫ নং শাখার পতাকা উত্তোলন।

CPIM ২৩ তম পার্টি কংগ্রেস উপলক্ষে
শ্রীরামপুর পশ্চিম এরিয়া কমিটি সহ
৮-নং শাখার পক্ষে রক্তপতাকা উত্তোলন।

সোমনাথ ঘোষঃ-২৩ তম পার্টি কংগ্রেসের পতাকা উত্তোলন ও শহীদ স্মরণ শিয়াখালায় ।
উপস্থিত ছিলেন কমরেড রঘুনাথ ঘোষ, কমরেড সোমনাথ ঘোষ, কমরেড শুভদ্বীপ রায়, কমরেড পুষ্প পাত্র সহ অন্যান্যরা ।

Op

জয়দেব ঘোষঃ-সিপিআই(এম) এর ২৩ তম পার্টি কংগ্রেস উপলক্ষে পাণ্ডুয়া এরিয়া কমিটির অন্তর্গত বোসপাড়া-বেনেপাড়া শাখার উদ্যোগে পতাকা উত্তোলন


২৩তম পার্টি কংগ্রেস জিন্দাবাদ ।।
জনগণতান্ত্রিক বিপ্লব জিন্দাবাদ ।
২৩ তম পার্টি কংগ্রেসের সাফল্য কামনা করে কোন্নগর এরিয়া কমিটির কানাই পুর কলোনি তে রক্ত পতাকা উত্তলোন।

২৩ তম পার্টি কংগ্রেস উপলক্ষ্যে মানকুণ্ডু তেলেনিপাড়া এরিয়া কমিটির পতাকা উত্তোলন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।