রঘুনাথ ভট্টাচার্য:চিন্তন নিউজ:৩০শে ডিসেম্বর:–ভারতের ইতিহাস সাক্ষী হয়ে রইল এক সীমাহীন বর্বরতার।
উত্তরপ্রদেশে এন আর সি- সিএএ-এনপিআর বিরোধী স্বতষ্ফূর্ত অহিংস আন্দোলনকারীদের উপর গুলি চালাল সে রাজ্যের পুলিশ। পনের জনের মৃত্যু হয়েছে। অসংখ্য আহত।এটা খবরে প্রকাশিত। নারী, শিশুও অব্যহতি পায়নি। খবরে আরও বলেছে যে সে রাজ্যের মুখ্যমন্ত্রী সদম্ভে ঘোষণা করেছেন যে আরো কঠিন প্রতিশোধের সম্মুখীন হতে হবে আন্দোলনকারীদের।
প্রশ্ন উঠেছে,স্বাধীন দেশের নাগরিক হিসেবে ঐ আন্দোলনকারীদের কি এই প্রাকস্বাধীনতা যুগের প্রশাসনিক হিংসার শিকার হতে হবে ? কেন এই প্রতিহিংসা? আমাদের দেশের সংবিধান কি রাজ্য বা কেন্দ্রীয় প্রশাসনকে কি এই অবাধ হিংসার অধিকার দিয়েছে?
সংবাদ সংস্থায় প্রকাশিত সঙ্গের ছবিটি কি নারী-নির্যাতনের যথেষ্ট প্রমাণ নয়?সে অপরাধের শাস্তি তো পেনাল কোডে স্পষ্ট করে বলা আছে। কে দেবে সেই শাস্তি ঐ দুর্বৃত্তদের ?