রাজ্য

পূজোর আগেই হবে রাজ্যসরকারি কর্মচারীদের ডিএ মামলার রায়???


চিন্তন নিউজ:-নিউজ ডেস্ক:-২১শে জুন:–দীর্ঘ অপেক্ষার অবসান হবে কি এবার? রাজ্যসরকারি কর্মচারীদের বকেয়া DA সমস্যা কি পূজোর আগেই সমাধান হবে? অবশেষে সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যসরকারি কর্মচারীদের DA মামলার শুনানি শেষ করেছে স্যাট(স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল)। মামলার রায় ঘোষণা কবে হবে সে ব্যাপারে স্যাট কোনো দিন ঘোষণা করেনি। তবে বিচারপতি রঞ্জিত কুমার বাগ ও প্রশাসনিক সদস্য সুবেশ রায়ের ডিভিশন বেঞ্চে মামলার নিষ্পত্তি হবে।
মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই মামলার রায় ঘোষণা করবেন ডিভিশন বেঞ্চ। মামলার রায় কি হবে তার প্রতীক্ষায় সমস্ত রাজ্য সরকারি কর্মচারী।

প্রসঙ্গত এই মামলাটি দায়ের হয় ২০১৬ সালে। মুখ্যত মামলা দায়ের করেসরকারি কর্মচারী ইউনিয়ন কনফেডারেশন অফ স্টেট গভর্ণমেন্ট এমপ্লয়িজ। সংগঠন মনে করছে খুব শীঘ্রই এই মামলার নিষ্পত্তি হবে। কারণ মামলাটি অনেকবার স্যাট ও হাইকোর্ট এ ঘোরাফেরা করেছে। হাইকোর্টের নির্দেশ ছিল স্যাটের প্রতি দু’মাসের মধ্যেই এই মামলার নিষ্পত্তি করতে হবে।সেই সময়কাল অতিক্রান্ত। কর্মচারী ইউনিয়নের বক্তব্য ২০১৬ এর আগস্ট মাসে ।২০১৭ এর মার্চ মাসে স্যাট হাতে নেয় ।
সরকারি কর্মচারীদের আশা এবার হয়তো তাদের পক্ষেই রায় যাবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।