দেশ বিদেশ

অনিল আম্বানির হাজার হাজার কোটি টাকার ঋন বকেয়া চিনের ব্যাংকের কাছে


মীরা দাস, চিন্তন নিউজ, ২১ জুন: দিন দিন বাড়ছে অনিল আম্বানির ঋণের বোঝা বিদেশের মাটিতে। কিছুদিন আগেই ঋনের দায়ে দেউলিয়া ঘোষিত হয়েছে রিলায়েন্স কমিউনিকেশন। ইতিমধ্যেই সংস্থাটি নিজেদের সম্পত্তি বিক্রি করে ঋণ শোধ করার পরিকল্পনা করেছে। রিলায়েন্স কমিউনিকেশন চীনের বিভিন্ন ব্যাঙ্কের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা ধার করেছে, যার ডলারের হিসাবে প্রায় ২১০ কোটি। এই বিস্ফোরক মন্তব্য করেছে চীনের একাধিক ব্যাঙ্ক।

অনিল আম্বানির সংস্থার কাছ থেকে টাকা পায় যে সব ব্যাঙ্ক সেগুলি হল চায়না ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অফ্ চায়না এবং এ্যক্সিম ব্যাঙ্ক অফ্ চায়না। এর মধ্যে চায়না ডেভেলপমেন্ট ব্যাঙ্ক দিয়েছে ভারতীয় মুদ্রায় ৯ হাজার ৮৬০ কোটি টাকা। এ্যক্সিম ব্যাংক অফ্ চায়না দিয়েছে ৩ হাজার ৩৬০ কোটি টাকা। ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল ব্যাংক অফ্ চায়না দাবি করেছে যে তারা আম্বানির সংস্থার কাছ থেকে ১ হাজার ৫৫৪ কোটি পায়। আম্বানিদের তরফে জানানো হয়েছে যে তারা সংস্থার সম্পত্তি বিক্রি করে ঝণ দাতাদের টাকা শোধ করার চেষ্টা করা করছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।