দেশ

পিছিয়ে পড়া মানুষ ও পথশিশুদের সহায়- ‘তারুণ্য’


মিঠুন ভট্টাচার্য:চিন্তন নিউজ:২৯শে এপ্রিল:–” তারুণ্য ” পিছিয়ে পড়া মানুষদের জন্য,” তারুণ্য ” পথ শিশুদের জন্য
” তারুণ্য ” শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা , যারা সারা বছর পথশিশুদের জন্য কাজ করে , যেসকল পথশিশু সামাজিক সুবিধা বঞ্চিত , যেই পথশিশু গুলো রোজ অনাহারে মারা যাওয়া পৃথিবীর 8 লক্ষ শিশুদের মধ্যে এক একজন হ’তে পারত। তাদের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব তুলে নিয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থা , পাশাপাশি এই সংস্থা যে কোনো রকম অসহায় মানুষের জন্য সামাজিক কাজকর্ম করে থাকে, লকডাউন শুরু হওয়ার পরে সংস্থার পক্ষ থেকে নানারকম সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে , অসহায় মানুষকে ত্রাণ বিলি , সময়মত খাবার পৌঁছে দেওয়া , অসহায় রোগীকে ওষুধ পৌঁছে দেওয়া কিংবা হাসপাতালে নিয়ে যাওয়া সবটাই স্বেচ্ছাশ্রমে।

তার মধ্যে থেকেও সবচেয়ে অবাক করা বিষয় যেটা যে বিষয়টি সরকারি তরফ থেকে হলে ভালো হতো করোনাভাইরাস মোকাবিলায় এলাকায় এলাকায় স্যানিটাইজার করা ঠিক সে জায়গায় প্রশাসনিক খামতি থাকলেও দায়িত্ব পালনে এগিয়ে এসেছে এই সংস্থা , সংস্থার কর্ণধার রনি রাহা জানিয়েছেন তাদের সংস্থা দুটি ভাগে ভাগ হয়ে শিলিগুড়ি দুটি অংশ ধাপে ধাপে ভাইরাস মোকাবিলায় স্যানিটাইজার এর কাজে নেমেছে , যাকে সাধুবাদ জানিয়েছেন শহরের একটি বড় অংশ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।