মীরা দাস, চিন্তন নিউজ, ৪ জুন: স্কুল পাঠ্যে হিন্দী ঢোকানোর চেষ্টায় বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে আন্দোলন বিক্ষোভ। মোদি সরকারের হিন্দী চাপিয়ে দেওয়ার প্রবনতায় তীব্র সমালোচনায় মুখর হয়েছেন বিভিন্ন ক্ষেত্র। দুই গুরুত্বপূর্ন অ-হিন্দী সদস্য নির্মলা সীতারমন, জয়শঙ্কর টুইট করলেন যে জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেবার ইচ্ছা সরকারের নেই। রাজ্য গুলির সঙ্গে আলোচনা করে তবে সিদ্ধান্ত গ্রহন করা হবে। রবিবার টুইট করে জয়শঙ্কর লেখেন জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হবে না। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখলিয়ান নিষঙ্ক, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড় বলেন আঞ্চলিক ভাষাকেই অগ্রাধিকার দেওয়া হবে।কোনও রাজ্যের ওপর হিন্দি চাপিয়ে দেওয়া হবে না। মোদি সরকারের নয়া শিক্ষানীতিতে বলা হয়েছে, অষ্টম শ্রেনী পর্যন্ত্য হিন্দি ভাষা বাধ্যতামূলক করা হবে। একথা প্রকাশ্যে আসতেই বাংলা, তামিলনাড়ুসহ অ-হিন্দীভাষী রাজ্যগুলিতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।
কর্নাটক সহ বিভিন্ন রাজ্যের অভিযোগ দীর্ঘদিন ধরে বি জে পি এবং আর এস এস হিন্দি এবং হিন্দুস্তান নীতি প্রনয়নের পক্ষে। দেশের প্রত্যেকটি পড়ুয়া যাতে হিন্দি শিখতে বাধ্য হয় তার জন্যই এই পদক্ষেপ বলে মনে করছেন তারা।