দেশ

গুজরাট গণহত্যায় নিজেকে নির্দোষ প্রমাণ:– নরেন্দ্র মোদীর অন্যতম সাফল্য


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:১১ইঅক্টোবর:–গুজরাটের গনহত‍্যায় নিজেকে নির্দোষ প্রমাণ করাই নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় সাফল্য।।
২০০২ সালে  ধর্মান্ধতা  ,সাম্প্রদায়িকতা ও তজ্জনিত নিষ্ঠুরতার সবচেয়ে বড় নিদর্শন গুজরাটের গনহত‍্যা, যা মোদির মুখ‍্যমন্ত্রীত্ব কালে ঘটেছিল।এই ঘটনায় মোদির জনপ্রিয়তায় ভাটা পড়েনি।সাধারণ মানুষেকে প্রচারের মাধ‍্যমে উল্টো বুঝিয়ে ঝলমলে গুজরাটের স্বপ্ন দেখিয়ে তিনি নিজেকে মহাপাপ থেকে মুক্ত করার চেষ্টা করেছিলেন।
নোবেলজয়ী অর্থনীতিবিদ্ অমর্ত্য সেন আমেরিকার নিউইয়র্ক পত্রিকায় এক দীর্ঘ সাক্ষাতকারে বলেন যে,২০০২সালের গুজরাট গনহত‍্যার মামলা থেকে নিজেকে বের করে আনাই নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় সাফল্য।এই পত্রিকায় তিনি ভারতের গনতান্ত্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।এবং গনতান্ত্রিক পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।
বিগত লোকসভা নির্বাচনে মোদী সরকারের বিপুল জয়ের পিছনে যে রাজনৈতিক কলাকৌশল রয়েছে এবং মোদির নেতৃত্বাধীন  হিন্দুত্ববাদীদের হাতে ভারতের গনতন্ত্র যে নিরাপদ নয় ,তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।তিনি মনে করেন বহু ভাষাগোষ্ঠী বহু জনগোষ্ঠীর ভারত আত্মাকে হৃদয়ঙ্গম করার মতো চিন্তার প্রসারতা  মোদির নেই।নিউইয়র্ক সাংবাদিক আইজ‍্যাক কোটিনারের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মোদির অন‍্যতম সাফল্য হোলো গুজরাট গনহত‍্যা র মামলা থেকে কৌশলে নিজেকে ও বিশ্বস্ত সঙ্গী অমিত শাহকে আদালতে র চোখে নিরপরাধ হিসেবে মুক্ত করে আনা।এর ফলে ভারতের সাধারণ মানুষকে তা অবিশ্বাস করানো কঠিন হয়ে পড়েছিল।
    মোদী লোকসভা ভোটে জিতলেও কি ভাবে জিতেছেন, সেই নিয়েও সন্দিহান তিনি।ছোটবেলা থেকেই আদ‍্যান্ত আরএসএস এর চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে বেড়ে উঠেছেন মোদি।নির্বাচনের বেশিরভাগ টাকা মোদি ও তার পার্টি কিভাবে নির্বাচনের কাজে ব‍্যায় করেছেন ও কোন শর্তে ব‍্যবসায়ীদের সমর্থন পেয়েছেন সে সম্বন্ধে ও প্রশ্ন তুলেছেন।তাঁর মত মোদি জিতলেও ভারতের ৪০% এর কম জনসমর্থন পেয়েছেন।আমাদের নির্বাচনী ব‍্যবস্থার মধ‍্যে গলদ রয়েছে।তিনি জন স্টুয়ার্ট মিলের উল্লেখ করে বলেন যে ভোট যেই পান,আলোচনা ছাড়া গনতন্ত্র হতে পারে না।সেই ভয়হীন আলোচনা করার মতো পরিস্থিতি বর্তমানে ভারতের নেই।ফোনে কথা বলার সময়ও মানুষের মনে ভয় হয় ফোন ট‍্যাপ করা হয়নি তো!বিজেপি একটা মেকী মতাদর্শ তৈরি করে বিক্রি করছে ও সফলও হচ্ছে।
       তবে তিনি এখনও আশাবাদী যে,সময় এখনও ফুরিয়ে যায়নি।ব্রিটিশ রা আমাদের থেকেও শক্তিশালী ছিল, তবুও সেই অসম যুদ্ধে জেতা সম্ভব হয়েছিল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।