রাজ্য

পাচারের চক্রান্ত বিফল করে বিরল প্রজাতির প্রাণী এবং সিংহ শাবক উদ্ধার শহরে


অতকী দাস, চিন্তন নিউন, ৪ জুন: শনিবার ভোরবেলায় কেন্দ্রীয় বন্যপ্রাণ অপরাধদমন ব্যুরো এবং পশ্চিমবঙ্গ বন্যপ্রানী বিভাগের যৌথ উদ্যোগে একটি আফ্রিকান প্রজাতির সিংহ শাবক, লুপ্তপ্রায় প্রজাতির দুটি ‘হোয়াইট হেডেড লাঙুর’ এবং বিপদগ্রস্ত তালিকাভুক্ত ‘জাভান লাঙুর’ উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর পাওয়ার পরে যাতে পাচারকারীরা টের না পেয়ে যায় তাই তারা হোটেলে না উঠে বনগাঁ শ্মশানে রাত কাটান এবং পাচারকারীরা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এপাশে ঢুকতেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে বরাবর তাড়া করে অপরাধীদের ধরে ফেলেন। ৩ জন অপরাধীকে আদালতে তোলা হলে তাদের জামিন দেওয়া হয়। সূত্র অনুযায়ী প্রাণীগুলিকে মুখবন্ধ প্লাস্টিক এর ব্যাগে করে গাড়িতে পাচার করা হচ্ছিল পশ্চিম ভারতে। স্বভাবতই এই ঘটনা সামনে আশায় উদ্বেগ বেড়েছে বন্যপ্রাণ সংরক্ষণ কর্মীদের। সাম্প্রতিক অতীতে এরকম বেশ কিছু পাচার ঠেকানো গেছে কিন্তু সিংহ শাবক উদ্ধার এই প্রথম! আলিপুর চিড়িয়াখানায় নজরে রাখা হয়েছে প্রাণীগুলিকে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তারা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।