দেশ

সন্ত্রাস মুক্ত কাশ্মীরে সিকিউরিটি পেট্রোলে গ্রেনেড হামলা!!!!


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:৫ই অক্টোবর:–কাশ্মীর শান্ত, কাশ্মীরে৩৭০ধারা বিলোপ এক সঠিক সিদ্ধান্ত—এই প্রচারের মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর গ্রেনেড হামলা।

আজ বেলা ১১টায় কাশ্মীরের অনন্তনাগে সিকিউরিটি পেট্রোলে গ্রেনেড হানা।কাশ্মীরের অনন্তনাগে গ্রেনেড হামলায় আহত কমপক্ষে ১০জন,এ দিন সকালে ১১টা নাগাদ অনন্তনাগে সিকিউরিটি পেট্রোলে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা৷ শ্রীনগর থেকে ৫৫ কিমি দূরে৷শনিবার কাশ্মীরের অনন্তনাগে ডেপুটি কমিশনারের অফিসের সামনে গ্রেনেড হামলায় গুরুতর আহত কমপক্ষে ১০ জন৷ চূড়ান্ত নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই একের পর এক গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। বিষ্ফোরণ কেন্দ্রটি শ্রীনগর থেকে ৫৫ কিমি দূরে৷

সুত্রের খবর অনুযায়ী অনুমান করা হচ্ছে জঙ্গিদের টার্গেট ছিল ডেপুটি কমিশনারের অফিস৷ কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় জঙ্গিদের৷ ফলে গ্রেনেডগুলি রাস্তার ধারেই বিস্ফোরণ হয়৷ রাস্তায় কয়েকজন জন আহত হন গ্রেনেডের বিস্ফোরণে৷

শোনা যাচ্ছে মোট ১০ জন আহতের মধ্যে রয়েছে একটি ১২ বছরের কিশোর, একজন ট্র্যাফিক পুলিশ ও একজন সাংবাদিক৷ কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি৷৩৭০ধারা বিলোপ কি দিল কাশ্মীরকে??এই নিয়ে প্রশ্ন উঠছে। আর‌ও সংকটময় জীবন কাটাতে কেন বাধ্য হচ্ছে কাশ্মীরের জনসাধারণ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।