দেশ

রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পেলেন সোনু সুদ ::—-


রত্না দাস: চিন্তন নিউজ:১লা অক্টোবর:- করোনা অতিমারির জন্য ভারত সরকার হঠাৎ লকডাউন ঘোষণা করে। হঠাৎ লকডাউন ঘোষণা করার ফলে অন্য রাজ্যে থাকা শ্রমিকরা পরে মহাবিপদে। ভিন রাজ্যে কাজে গিয়ে ছিলেন যে সমস্ত শ্রমিকরা তাদের কাজ বন্ধ করে দেয় মালিকপক্ষ। সাথে পরিবহন ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। শ্রমিকরা বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। আর তাই হেঁটেই বাড়ি ফিরতে শুরু করে। হাজার হাজার শ্রমিক (শিশু,মহিলা, গর্ভবতী মহিলা, পুরুষ) এই ভাবেই বাড়ি ফিরতে গিয়ে অনেকেই পথেই মারা যায়। কিছু শ্রমিক এইভাবে বাড়ি ফিরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ।এতেও হুঁশ আসে না কেন্দ্রীয় সরকারের। অতিমারীর সময় এই চরম বিপদে পরিযায়ী শ্রমিক দের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সোনু সুদ। তিনি একজন বিখ্যাত তামিল অভিনেতা। তিনি বলিউডেও বেশ কয়েকটি হিন্দি ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেন। তিনি এই হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি তাদের ঘরে ফিরতে সাহায্য করেন পাশাপাশি বিদেশের আটকে পড়া ভারতীয় ছাত্রদের দেশে ফিরতে পদক্ষেপ নেন।

পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য এবার রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পেলেন সোনু সুদ। তার কাজের স্বীকৃতি হিসেবে ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউ এন ডি পি) স্পেশাল হিউম্যানিটারিয়ন অ্যাকশন অ্যাওয়ার্ড দিল সোনু সুদকে।

রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেয়ে সোনু খুবই উচ্ছ্বসিত। তার বক্তব্য,”রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি সত্যিই বিরল সম্মান। আমি যা করেছি তা খুবই সামান্য। দেশের সহ নাগরিকদের জন্য যা যা পদক্ষেপ করা হয়েছে তা প্রত্যাশা ছাড়াই তবে স্বীকৃতি পেলে অবশ্যই ভালো লাগে।” এর আগে এই অ্যাওয়ার্ড পান অ্যাঞ্জেলিনা জোলি,ডেভিড বেকহাম, লিওনার্দো ডি ক্যাপ্রিও , এমা ওয়াটসন, লিয়াম নিশান,কেট ব্লানচেট , অ্যান্টোনিও বান্দেরাস , নিকোল কিডম্যান, প্রিয়াঙ্কা চোপড়া এবার সেই তালিকায় নতুন নাম যোগ হলো সোনু সুদের।

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো ছাড়া যে কেউই বিপদে পড়ে তার সাহায্য প্রার্থনা করছে তাকেই তিনি সাহায্য করেছেন। এখন পরিযায়ী শ্রমিক ঘরে ফিরানোর সমস্যা অনেকটাই মিটে এসেছে । কিন্তু তিনি তার নানা রকম সামাজিক কাজের উদ্যোগ নিয়েছিলেন তা তিনি চালিয়ে যাচ্ছেন। এই সামাজিক কাজকর্মের জন্য তিনি একটা টিম তৈরি করেছেন এবং চালু করেছেন হেল্পলাইন। আপাতত তার টিম দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং বিনামূল্যে দেওয়া হচ্ছে নিয়োগের খোঁজখবর। করোনাকালে গরিব মানুষের হিরো হয়ে উঠেছেন অভিনেতা।

সিনেমায় তিনি ভিলেনের অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি আসল হিরোর কাজ করছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।