সূপর্ণা রায়:চিন্তন নিউজ:৫ই অক্টোবর:–হনুমান বেশী সেই প্রচারক এন আর সি ঠেলায় আত্মহত্যা করতে বাধ্য হন। এপ্রিল এর তৃতীয় সপ্তাহলোকসভা নির্বাচন এর জোর প্রচার।। কেন্দ্র রানাঘাট বিজেপি রং প্রচার গাড়ির বনেট উপর বসে নিবাস সরকার গদা হাতে হনুমান বেশে বিজেপির হয়ে তার এই প্রচার হয়ে উঠেছিল জাতীয় পর্যায়ে সংবাদ মাধ্যম গুলোতে এক বিশাল চর্চার বিষয়।। সারা দেশে সকাল-সন্ধ্যা তাকে নিয়ে আলোচনা।।। যাকে নিয়ে এত উন্মাদনার ঝড় উঠেছিল সেই নিবাস সরকারের আত্মহত্যা হয়ে উঠল বিজেপি সরকার এর ভয়ঙ্কর পদক্ষেপে শিহরিত সমাজের প্রমাণ।
বৃহস্পতিবার দুপুরে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন নিবাস সরকার। তীব্র বিজেপি ভক্ত আর এস এস কর্মী বছর পঞ্চাশের এই মানুষটির পরিবার নেহাত ছোট না।। আছেন স্ত্রী ও দুই নাবালক সন্তান।। কিন্তু তার আত্মহত্যা র কারণ কি? গ্রামের মানুষ জানান এন আর সি তে আসামের অবস্থা মেনে নিতে পারে নি। গ্রামের লোকজনের প্রশ্নের উত্তর দিতে পারছিলেন নানিজেও বিদ্ধস্ত পড়েছিল।।। এই নিয়ে দীলিপ ঘোষ কে প্রশ্ন করা হলে তিনি বলেন “তিনি জানেনই না। সারাদিন পুজো নিয়ে ব্যাস্ত ছিলেন।”বিজেপি আর এস এস এর কেউ জাননি নিবাস সরকার এর বাড়ি।কোন যোগাযোগ করেনি পরিবারটির সাথে।। যার জন্য প্রচার করেছিলেন নিবাস সরকার এখন যিনি সাংসদ সেই জগন্নাথ সরকার এর বক্তব্য”” নোট বাতিল এর লাইনে দাঁড়িয়ে আত্মহত্যার খবর আমরা অনেক শুনেছি। এন আর সি আতঙ্ক এ মৃত্যু তেমনই।। আসামে কিছু ঘটনা ঘটেছে ,, কিছু লোক মারা গেছে কিন্তু এরাজ্যের মানুষ এখন আর সি র আতঙ্ক এ আত্মহত্যা করতে পারে না””””আর ও জানান পারিবারিক বা অন্য কারণ এ আত্মহত্যা করতে পারে।। আবার পূর্বের কথা ভুলে গিয়ে বলেন “””নিবাস সরকার কে তিনি জানেন না।। আর এই ঘটনাটাও নাকি তার জানা নেই”””__