দেশ

প্রথাগত কুসংস্কার এবং অপবিজ্ঞান সমাজ থেকে নির্মূল হোক…..


গোপা মুখার্জি:চিন্তন নিউজ:১৩ই মার্চ:প্রথাগত সংস্কার যে কতখানি বিভৎস, মর্মান্তিক হতে পারে তার জ্বলন্ত উদাহরণ হল কেরলের ‘চুরাল মুরিয়াল’ উৎসব । প্রায় ২৫০ বছর ধরে চলে আসা এই উৎসবে, কেরলের মানুষ মেভেলিক্কারার ছেত্তিকুলাঙ্গারা মন্দিরে ১০ বছরের কম বয়সী ছেলেদের বলি দেয় নিজেদের মঙ্গল কামনার্থে । শুধু তাই নয় ,বলি দেওয়ার আগে সুঁচে সোনার সুতো পরিয়ে, তা দিয়ে ক্ষতবিক্ষত করা হয় তাদের দেহ ।এই শিশুদের রক্তে নাকি দেবতা তুষ্ট হন ।

আরও আশ্চর্যের বিষয় হল, সেই শিশু কোন ধনী পরিবার থেকে আসে না , আসে অবহেলিত নিপীড়িত পরিবার থেকে । ধনীরা টাকার বিনিময়ে গরীব পরিবার থেকে শিশুপুত্রদের কিনে নেন! কেরল হাইকোর্ট গত বছর ফেব্রুয়ারি মাসে এই প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন । কিন্তু হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেরলের কিছু ‘অতি ধর্মপ্রাণা’ মানুষ এই উৎসব অনুষ্ঠিত করে চলেছে ।

আশার বিষয় এই যে ,কেরলের কমিউনিস্ট পার্টির সরকার এই জঘন্য প্রথা বন্ধ করার জন্য সর্বাত্মক উদ্যোগ নিয়েছে ।
বিজ্ঞান মনস্ক মানুষ এই আদিম নির্লজ্জ বিভৎস প্রথার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এই আন্দোলনে সামিল হবার আহ্বান জানাচ্ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।