দেশ রাজ্য

*চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে অভিযুক্ত রাজ্যের শিক্ষা দপ্তর*


মল্লিকা গাঙ্গুলী:চিন্তন নিউজ:১৯শে জুন:– বর্তমানে ছাপাখানার জগতে দেশ জুড়ে একটি কালো নাম কৌশিক কর! কৌশিক কর B blessing, N C Print, Blessing security pvt Ltd, নামে তিনটি সংস্থার মালিক। এরাই ইউপিএসসি, পিএসসি, জয়েন্ট এন্ট্রান্স ইত্যাদি সারা দেশের প্রায় সমস্ত সরকারি পরীক্ষার প্রশ্নপত্র এবং এম আর সিট ছাপায়। সম্প্রতি এই সংস্থার কর্ণধার কৌশিক কর কে প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধের কারনে ব্ল্যাক লিস্টেড করা হয় এবং ২০১৮সালে উত্তর প্রদেশ সরকারের তরফে এই কৌশিক করের বিরুদ্ধে একটি মামলা ও দায়ের করা হয়েছে। এহেন একজন অপরাধী ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গে প্রশ্নপত্র নিয়ে রাজ করে চলেছে, এমন কি তার বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের মামলা থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর এবছর ও কিভাবে কৌশিক কর কে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র ছাপার দায়িত্ব দিল এই প্রশ্ন উঠেছে ?? এই ঘটনা সারা দেশে হৈচৈ ফেলে দিয়েছে। বিশেষ করে বিজেপি প্রকাশ্যে পশ্চিম বঙ্গের শিক্ষা মন্ত্রীর কাছে এর জবাব চেয়েছে। বিজেপির দাবি, উত্তর প্রদেশে ইউপিএসসি পরীক্ষায় ১২ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয় এবং এই পরীক্ষার প্রশ্নপত্র ১৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছে! বিজেপি আরও দাবি তুলেছে কৌশিক করের সঙ্গে যুক্ত আছেন ভারতী মিত্র এবং সল্টলেকের “শ্রীগুরু প্রিন্টার হাইটেক সিকিউরিটি” সংস্থার মালিক ঋষীকেশ কুন্ডু। এরা সারদা কান্ডের সময় থেকেই রমরমিয়ে ব্যবসা শুরু করে। ২০১৮সালে বিধাননগর দক্ষিণ থানায় এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও কৌশিক করের সঙ্গে রাজ্য সরকার তথা শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ যোগ থাকায় বিষয় টি ধামাচাপা পড়ে যায়। এরকম একটি সংস্থাকে রাজ্যের শিক্ষামন্ত্রী কি করে চোখ বন্ধ করে এখনও বিশ্বাস করছেন এটাই এখন বড় প্রশ্ন?? অবশ্যই সচেতন নাগরিকের মনে এ প্রশ্ন ও জাগছে ২০১১সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিজেপি দল বা কেন্দ্র সরকার কি কিছুই জানতেন না!? দেশের বৃহত্তম চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের চক্রের হদিশ এবং তা যেভাবে সামনে এসেছে, এখন আবার কি তা ধামাচাপা পড়বে নাকি সঠিক বিচার হবে? পরিণাম কি হয় সেটাই দেখার।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।