রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

শিক্ষক আন্দোলনের কাছে মাথা নোয়াতে বাধ্য হ’লেন রাজ্য সরকার।


মীরা দাস:চিন্তন নিউজ:১৯শে জুন:-শিক্ষকদের অদম্য জেদ ও লড়াইয়ের কাছে মাথা নোয়ালো সরকার।

টানা সাতদিন রাস্তায় বসে ,সরকার কে ঝুঁকতে বাধ্য করালেন এস এস কে এবং এম এস কে শিক্ষক রা।মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী আন্দোলনের চাপে শিক্ষকদের অবস্থান মঞ্চে আসতে বাধ্য হন এবং ১৫ দিন সময় চেয়ে নিয়ে বলেছেন ,মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ,১৫ দিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবেন। শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষকদের যৌথমঞ্চ।
সোমবার পর্যন্ত্য রাজ্য সরকারের কোন সাড়া না পেয়ে উত্তাল হয়ে ওঠে আন্দোলন কারীদের আন্দোলন । আন্দোলন কারী রা বিকাশ ভবন অভিযান করেন এবং পুলিশের ব্যরিকেড ভেঙে বিকাশ ভবন ঘিরে অবরুদ্ধ করে রেখে অবস্থান চালিয়ে ছিলেন কয়েক ঘন্টা। আন্দোলনকারিদের দাবি ত্রিপুরায় এস এস কে ,এম এস ,কে শিক্ষকরা ২১ হাজার টাকা ,এবং বিহারে ১৯ হাজার টাকা বেতন দেওয়া। হয়।আর বাংলায় এম এস কে ,শিক্ষক রা পান ৮৯৩০ টাকা ,এস এস কে শিক্ষক রা পান ৫৯৫৪ টাকা। শিক্ষামন্ত্রী লোকসভা নির্বাচনের আগে আশ্বাস দিয়েছিলেন ভোট মিটে গেলেই ব্যবস্থা নেওয়া হবে।তাই গত মঙ্গলবার থেকে শিক্ষকরা দাবিতে বিধান নগরে ফের আন্দোলনে নেমেছিল শিক্ষা ঐক্য মঞ্চ।শেষ পর্যন্ত সরকার দাবি পূরণের আশ্বাস দেওয়ায় ,সিআইটিইউ র পঃবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সভাপতি সুভাষ মুখার্জী ,অনাদি শাহু আন্দোলন কারিদের অভিনন্দন জানান। শিক্ষামন্ত্রী আরও জানান শিক্ষকদের ট্রেনিং এর ক্ষেত্রে টাকা লাগবে না এবং সব শিক্ষক রা স্বাস্থ্যসাথীর মধ্যে অন্তর্ভুক্ত হলেন ।পার্শ্ব শিক্ষকরা যেভাবে বেতন ,পিএফ পাচ্ছেন, সেভাবেই যাতে আপনারা পান সেই বিষয় টা ও দেখব । এই আশ্বাসের পরেই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।