দেশ

৫০০ কোটি টাকার জালিয়াতি স্টেট ব্যাঙ্ক ও ব্যাংক অফ বরোদা থেকে


চিন্তন নিউজ,  কল্পনা গুপ্ত, ১৮ ই ডিসেম্বর – নিউজ ১৮ বাংলার খবরের সূত্রানুযায়ী  এক গভীর উদ্বেগকনক খবর উঠে এলো। সূত্রের খবর- ৫০০ কোটি টাকা ফ্রড হয়েছে এস বি আই ও ব্যাংক অফ বরোদার মতো ব্যাংক থেকে। ৪৫২.৬২ কোটি টাকা চোট করা হয়েছে এস বি আই থেকে এবং ৭০ কোটি টাকা চুরি করা হয়েছে  ব্যাংক অফ বরোদা থেকে।  সি বি আই কেস দুটি আলাদা ভাবে রেজিস্ট্রার করেছে ব্যাংকের কাছ থেকে।

আমেদাবাদের একটি বেসরকারি  কোম্পানি  এস বি আই থেকে এই টাকা সরিয়েছে। কোম্পানির নামে কেস করা হলেও সেই কোম্পানির আর খোঁজ পাওয়া যাচ্ছে না। ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত  ব্যাংক নানাভাবে টাকা নেয় এই কোম্পানি।  এছাড়াও বিভিন্ন ব্যাংকে এই কোম্পানির একাউন্ট ছিলো,সেখান থেকেও টাকা ধার নিয়েছিলো।

গান্ধীনগরের একটি বেসরকারি কোম্পানি ব্যাংক অফ বরোদা থেকে  ৭২.৫৫ কোটি টাকা ধার নেয়। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত টাকা নেওয়ার পরে এখন আর ওই কোম্পানির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। সি বি আই তদন্ত করছে এই দুই বেসরকারি কোম্পানির মধ্যে কোন যোগসূত্র আছে কিনা। অভিযোগ দায়ের না করলেও জানা গেছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক থেকেও কয়েক কোটি টাকা জালিয়াতি হয়েছে।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।