চিন্তন নিউজ; সুশান্ত বিশ্বাস:-৫ই জানুয়ারি,২০২১:– আজকে সারাভারত কৃষকসভার পক্ষ গঙ্গারামপুরের ৫নং দমদমা অঞ্চলের বিভিন্ন বুথে জাঠা মিছিল – কৃষি আইন বাতিল করো, বিদ্যুৎ বিল প্রত্যাহার করো, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দাও এবং দিল্লীতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াও।এই সকল দাবী ও কর্মসূচী নিয়ে নিয়ে এই জাঠা মিছিল। মিছিল শেষে সিধু কানু ময়দানে একটু মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও হয়েছিল। উপস্থিত ছিলেন কৃষকসভার নেতা কমরেড মানবেশ চৌধুরী। গণ আন্দোলনের নেতা কমরেড অচিন্ত্য চক্রবর্তী, কমরেড মোস্তফা আলি, মহিলা নেত্রী কমরেড কৃষ্ণা কুন্ডু কমরেড আশা হালদার সহ অন্যান্য নেতৃত্ব।
কমলেন্দু রায় জানিয়েছেন, অপরদিকে একই দাবিতে দিল্লীতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে প্রাণসাগরের জাহাঙ্গীরপুর অঞ্চলেও চলছে ‘কৃষক জাঠা’ ।