জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত: ৫ ই জানুয়ারি,২০২১ – পূর্বস্থলী এরিয়া কমিটির অন্তর্গত মাজিদা শাখার সদস্য ও পার্টিকর্মী কেদার সেখ গতকাল রাত এগারোটা নাগাদ, আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ছাত্র এবং যুব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন পূর্বস্থলী উত্তর কেন্দ্রের সি পি আই(এম) বিধায়ক প্রদীপ কুমার সাহা, পূর্বস্থলী এরিয়া কমিটির সম্পাদক সুব্রত ভাওয়াল, যুব ফেডারেশনের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বীরেশ্বর নন্দী সহ কর্মী পার্টি কর্মী, সমর্থকরা।

ভারতের কমিউনিস্ট পাটি ( মার্কসবাদী) সদর -২ এরিয়া কমিটির উদ্যোগে শ্রমজীবী মানুষের লড়াই-সংগ্রামকে জোরদার করতে শক্তিগড় গ্রামে গণঅর্থসংগ্রহ অভিযান করা হয়।

কেন্দ্রের বি জে পি সরকারের কৃষক বিরোধী ৩টি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে আন্দোলন রত লক্ষ লক্ষ কৃষক দের আপষহীন‌ লড়াই কে সংহতি জানিয়ে বর্ধমান সদর-১ এরিয়া কমিটির ‌ভিটা গ্রামের প্রয়াত‌ শম্ভুনাথ কোঙার-এর স্ত্রী‌ সুলেখা কোঙার ৫০০০টাকা সারা ভারত কৃষক সভা, পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেন-এর হাতে তুলে দিলেন ক্ষেতমজুর আন্দোলনের নেতা সালাল উদ্দিনের উপস্থিতিতে।

মেমারী-২ এরিয়া কমিটির অন্তর্গত মাঝেরগ্রাম শাখা এলাকার আমাটিয়া, ভাণ্ডারবাটি, বসতপুর, পুরগুনা, সোনাগাছি এলাকায় কৃষি আইন বাতিলের দাবিতে জাঠা হয়। ছোট ছোট পথসভাতে বক্তব্য রাখেন অশেষ কোঙার, তাপস বসু, শান্তি ব্যানার্জ্জী, পিন্টু মোদক।

ভারতের ছাত্র ফেডারেশন, কেতুগ্রাম লোকাল কমিটির উদ্যোগে শুরু হলো ধারাবাহিক পাঠচক্র।এই পাঠচক্র প্রত্যেক মাসের প্রথম মঙ্গলবার সংঘটিত হবে।আজকের এই ধারাবাহিক পাঠচক্র উদ্বোধন করলেন ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।