জেলা

পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ‍্যোগে গঙ্গাজলঘাটি র আমপাড়ায় সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিলি কর্মসূচীতে বাম বিধায়ক।


কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:২১শে জুলাই:- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলা সম্পাদক জয়দেব চন্দ জানিয়েছেন গত সোমবার গঙ্গাজলঘাটি ব্লকের আমজুড়ি গ্রামে, বাঁকুড়া বিজ্ঞান মঞ্চ বামফ্রন্টের সিপিআইএম বিধায়ক সুজিত চক্রবর্তীর উপস্থিততে ঐ গ্রামের সাধারন মানুষের মধ‍্যে কোভিড-ঊনিশ সংক্রমণ সম্পর্কে একটি সচেতনতা মূলক প্রচার কর্মসূচী পালন করে।

এই কর্মসূচী উপলক্ষে প্রচার সভায় মাননীয় বিধায়ক সুজিত চক্রবর্তী কোভিড-ঊনিশ এর ফলে সৃষ্ট বাস্তব অবস্থা এবং সরকারগুলির প্রচার সর্বস্ব ব‍্যার্থতার বিষয়ে মানুষকে সচেতন করে বলেন এই পরিস্থিতিতে স্বউদ‍্যোগে মানুষকে কিছু সাধারন নিয়মবিধি মেনে চলতে হবে এবং নিজেকে ও পরিবার প্রতিবেশীদের সুস্থ থাকতে সাহায্য করতে হবে। সুস্থ থাকার সাধারনবিধিগুলিও ব‍্যাখ‍্যা করা হয়।এই সভার পরে গ্রামের অধিবাসীদের মধ‍্যে মাস্ক বিলি ও গাছের চারা বিলি করা হয়। কর্মসূচী পালিত হয় গঙ্গাজলঘাটির বনগ্রাম আদিবাসী পাড়ায় আমজুরি গ্রামে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।